পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অব্যাহতি

ছবি
অব্যাহতি  "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।" অঝোর বৃষ্টির ধারা বেয়ে রাত জেগে জেগে  অক্লান্ত ঘুমের কাতরে  মাঝে মাঝে ঘুমের ঝুলে অবসন্ন মনের - আবোল তাবোল লেখা । তার ই মাঝে  ভূতের স্বপ্নে  ঘুম ভাঙা রাত স্বপ্নে ভেসে আসা সুর - "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।" কঙ্কাল সার  অশরীরী , আত্মা ! নাকি অতীতের থেকে পালিয়ে বাঁচা - একরাশ ভুলে ভরা অবকাশহীন রাত  ভুলে যেতে চায় ভুলের হিসেব রাখা চাঁদ  অতীতের গহনে অতীতের কবর দিয়ে বর্তমান আর ভবিষ্যতের নতুন' সুর বাঁধা সুর "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।"

সুকুমারী দত্ত

ছবি
 পর্ব ২ সুকুমারী দত্ত  ১৮৭৩ সাল  বাংলা  নাটকের ইতিহাসে নতুন অধ্যায়ের সংযোজন । এই বছর ই বাংলা নাটকে বেঙ্গল থিয়েটার পাকাপাকি ভাবে অভিনেত্রী নিয়োগ  করে ।   সাধারণ রঙ্গালয়ের জন্য প্রথম চারজন অভিনেত্রী গ্রহণ করে ।  জগত্তারিনী, গোলাপ সুন্দরী, এলোকেশী এবং শ্যামা, তার মধ্যে উল্খেযোগ্য ছিলেন গোলাপ সুন্দরী । গোলাপ সুন্দরী র প্রথম মঞ্চাবতরণ ১৮৭৩এর ২৩শে আগস্ট বেঙ্গল থিয়েটারের দ্বিতীয় অভিনয়ে  "শর্মিষ্ঠা " নাটকে শর্মিষ্ঠার চরিত্রে  । বেঙ্গল থিয়েটারের উদ্বোধনী অভিনয়  ১৬ই আগস্ট  কে করেছিলেন সেই বিষয়ে তেমন করে কোথাও উল্লিখিত নেই। বেঙ্গল থিয়েটারের হয়ে গোলাপ সুন্দরী বেশ কিছু অভিনয় করেন। তার মধ্যে উল্খেযোগ্য বিমলা (নাটক দুর্গেশ নন্দিনী), মলিনা (অশ্রুমতি), ঐলবিলা(নাটক পুরু বিক্রম), এছাড়া ও নাটক মায়াকানন, কৃষ্ণ কুমারী, রত্নাবলী, সপ্নাধন, একেই কি বলে সভ্যতা প্রভৃতি নাটকে অভিনয় করেন। ১৮৭৪ এর শেষ দিকে গোলাপ সুন্দরী গ্রেট ন্যাশনাল এ যোগ দেন । বেঙ্গল থিয়েটারে তার গুরু ছিলেন শরৎচন্দ্র ঘোষ এবং বিহারীলাল চট্টোপাধ্যায়। গ্রেট ন্যাশনালে সাহচর্যে  এলেন অর্ধেন্দু শেখর মুস্তাফির, নতুন শিক্ষায় আরো সমৃদ্ধ হয়ে  অল