অব্যাহতি

অব্যাহতি "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।" অঝোর বৃষ্টির ধারা বেয়ে রাত জেগে জেগে অক্লান্ত ঘুমের কাতরে মাঝে মাঝে ঘুমের ঝুলে অবসন্ন মনের - আবোল তাবোল লেখা । তার ই মাঝে ভূতের স্বপ্নে ঘুম ভাঙা রাত স্বপ্নে ভেসে আসা সুর - "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।" কঙ্কাল সার অশরীরী , আত্মা ! নাকি অতীতের থেকে পালিয়ে বাঁচা - একরাশ ভুলে ভরা অবকাশহীন রাত ভুলে যেতে চায় ভুলের হিসেব রাখা চাঁদ অতীতের গহনে অতীতের কবর দিয়ে বর্তমান আর ভবিষ্যতের নতুন' সুর বাঁধা সুর "ভুত বলে কিছু হয়না । ভুত বলে কিছু হতে নেই ।"