সৌর ঝলক

সৌর ঝলক 
মিষ্টি দে


 আজ ও শুনি ভোরের গল্প 
লাল সূর্যের উষ্ণতা 
শুকতারার অবলোকন 
 আকাশের কোল ঘেঁষে 
ঘোড়ার পিঠে চেপে 
রোজ ভোরের দায়িত্ব পালন 
আজ ও শুনি ভোরের গল্প 
অনুমান করি পক্ষীরাজ ঘোড়ার 
ডানার শন্ শন্ আওয়াজ 
মেঘের রাজ্যের পথ অতিক্রম করে
 পৃথিবীর রাজ্যে আগমন 
পিতামহ ব্রহ্মার আদেশে 
করতে হবে গুরু দায়িত্ব পালন ।
কিন্তু আর কতকাল, কত বছর, কত দিন
একঘেয়েমি জীবনের বোঝা টানবার অভিশাপ 
থেকে মুক্তি প্রার্থনা ।
ভেতরের প্রশমিত আগুন আরো ঘনীভূত 
আরো তীব্র, আরো ক্ষিপ্ত 
ভেতরের ক্ষোভ বেরিয়ে  আসে মূহুর্তে 
পৃথিবীর বায়ুমণ্ডলকে ছিন্ন করে 
আছড়ে পড়ে।
আজ ও শুনি  ভোরের গল্প ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি