মাধ্যাকর্ষণ

মাধ্যাকর্ষণ 
মিষ্টি দে



যত কাদা মাখামাখি
যত দুঃখ যত ব্যথা
পৃথিবীর আকর্ষণ থেকে
মুক্ত হতে ব্যর্থ ।
সুনির্মল আকাশের দিকে
তাকিয়ে তাই ভাবতে থাকি -
মাধ্যাকর্ষণের টান মহাকাশের
স্নায়ুতে স্নায়ুতে যদি থাকতো
যদি নীল আকাশের গভীর বুকে
মুখ লুকিয়ে মনের অন্তরালে
বয়ে চলা ফল্গু  নদীর অভিশাপ
থেকে চিরকালের মতো 
মুক্ত হতে পারতো,
অনন্ত মুক্তির রোজ প্রার্থনা ।
অসংখ্য তারার আলোচ্ছটায়
কালপুরুষের পাহারায়
সপ্ত ঋষির আশীর্বাদে
ধ্রুবতারার পথ নির্দেশে
জীবন পথের ছবি যদি মেঘ আকঁতো
মহাশক্তির প্রণয়ে ,
নব সৃষ্টির লালসায়,
বার বার আপন করতাম সহস্র আঘাত ।
তবু পৃথিবীর আকর্ষণ থেকে 
দূরে বহু দূরে।
প্রাণহীন পৃথিবীর মুখোশে ঢাকা
সুখের মরীচিকা কে করে তুচ্ছ
আশ্রয় খুঁজতাম নীল আকাশের বুকে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি