অর্থ

অর্থ 
মিষ্টি দে

শুনছেন আপনাদের বলছি
জীবনের সত্যি টা কি!
উত্তর পেলাম খুঁজে ।

খুব সহজ উত্তর জানেন।
হারিয়ে ফেলা।
ছোটো থেকে কত কি হারিয়েছি।
পছন্দসই খেলনাটা,
জমিয়ে রাখা টিকিটের বান্ডিল 
সেই পছন্দের চুলের ক্লিপ
সেই প্রিয় বান্ধবী 
আরো কত কি।
বড়ো হবার সাথে সাথে
আরো মূল্যবান সব
হারিয়ে যেতে লাগলো
সেই মায়ের ঘড়ি টা
যেটা চুপিচুপি পড়েছিলাম 
সেই স্বপ্ন টা কৈশোরের উন্মাদনায় 
জন্ম নিয়েছিলো মনের গভীরে 
তারপর একদিন হারিয়ে ফেললাম 
জীবনের সেই প্রিয় মানুষটাকে
যাঁর হাত ধরে হাঁটতে শেখা।
শুনছেন আপনারা
একদিন হারিয়ে ফেললাম 
নিজের মধ্যে যত্নে লালন করা মনকে
এই প্রথমবার কিছু হারিয়ে 
খুব আনন্দ হয়েছিলো, 
সত্যি বলছি আপনাদের
তবে এতো কিছু হারিয়ে ফেলবার মধ্যে ও
পেয়েছি আপনাকে, আপনাকেও 
আমার হারিয়ে ফেলবার গল্প শুনছেন 
 
অবশেষে জীবনের শেষ কালে
শেষ বারের মতো আরো কিছু হারিয়ে 
ফেলতে হবে।
শেষ বয়ে চলা শ্বাস বায়ু ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন