হারানো ছন্দ

হারানো ছন্দ

মিষ্টি দে



কবিতা আমায় ছুটি দিয়ে
পারি দিয়েছে মহাকাশে
হাতের মুঠোয় নিষিদ্ধতা এঁকেছে গোপনে
কলমের ঘিসপিস, ফিসফিস
কাগজের সাথে আর শোনা যায় না,
বহুদিনের প্রেমে ছেদ পরেছে ।
কবিতা আমায় ছুটি দিয়ে
পারি দিয়েছে মহাকাশে।
পৃথিবী তার করুন দৃষ্টি তে দেখছে
আর ভাবছে শস্য শ্যামলা তার এই হৃদয় কে
বার বার কেনো এত ক্ষত বিক্ষত হতে হয়
শুষ্ক প্রাণহীন মহাকাশের এত আকর্ষণ?
কাগজের পতপত আওয়াজ ,
তার হৃদয় গহনে , কষ্টের বীজ বুনে চলেছে ।

কবিতা আমায় ছুটি দিয়ে
পারি দিয়েছে মহাকাশে।।


Next poem


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি