MISTI DEY (মিষ্টি দে)
#আ!
মিষ্টি দে 

অজানা আকাশের অন্তরালে 
বেঁচে থাকে নাজানে কত ইতিহাস 
স্থায়ী সত্য ঢাকা পড়ে 
রয়ে যায় ক্ষনস্থায়ী মিথ্যার পরিহাস
তুমি আমি, আমি তুমি 
মিলিয়ে যাবো  সময়ের গতিতে -
রয়ে যাবে সময়ের ফেলে আসা নিশ্বাসে 
স্মৃতির গুচ্ছে তোমার আমার শুকনো গোলাপ 
 মনের অন্তরালে জন্ম জন্মান্তরের গল্প 
আরো একবার বেঁচে উঠবে  
প্রতিনিয়ত মরবার প্রত্যাশায়
অস্ফুট স্বরে নীরব আর্তনাদে  
মনের ভেতর গুমড়ে ওঠা শব্দ 
বেরিয়ে আসবে কোন অছিলায় 
আ !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন