পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা এসেছেন মর্ত্যে

ছবি
MISTI DEY (মিষ্টি দে) ( এবার যখন মা মর্ত্য থেকে ফিরলেন তখন কি হলো শুনবেন-)   মা এসেছেন মর্ত্যে  মিষ্টি দে শিব ঠাকুর ধ্যানে বসলে ধ্যান আর তার ভাঙেনা  কিন্তু যখন ভাঙে  তখন নিরব আর থাকেনা।   উমা এসেছিলেন মর্ত্যে পাঁচটা দিনের শেষে  ঘরে ফিরলেন রেগে মুখ দেখে তার বুঝতে পেরে, নন্দী ছোটে শিবের কাছে। উমার রাগে গুর গুর গুর মেঘের দাপাদাপি  শিবের ধ্যান ভাঙলো দেখে উমার ভ্রুকুটি  কি হয়েছে প্রিয়তমা  স্ত্রী কে সুধায় ভোলা অঝোর ধারায় কাঁদলো উমা শুনে শিবের গলা  বলে উমা কেঁদে কেঁদে  আগের বছর মর্ত্য ধামে  কেউ করেনি কদর  সবাই ছিলো মুখোশ পড়ে ভয়ে জড়সড়  মুখ খুললেই ধরবে এসে ভাইরাস সে জবড় আমার ও মুখ রাখলো ঢেকে  শূন্য কলরব    সেজেগুজে ঠাকুর দেখা  এলো না তো কেউ পাঁচটা দিন পেরিয়ে গেলে চোখের জলের ঢেউ অনেক আশায় বুক বেঁধে তাই এবার গিয়েছিলাম মর্ত্যে  যত্ন আত্তি দারুণ পাবো  মন সেজেছিলো নৃত্যে গিয়ে দেখি উল্টো সব গরীব হয়েছে ভক্ত  বেঁচে থাকাটাই তাদের কাছে হয়ে উঠেছে শক্ত  কেড়ে নিয়েছে আপনজন  নিষ্ঠুর সেই ভাইরাস  জানেন প্রভু মানুষ ই এমন  ডেকে এনেছে সর্বনাশ  অবলা সেই মানুষগুলো প্রাণ খুলে আর হাসে না আমার কাছে হাত জুড়ে আর প্রার্থন

আর্জি

MISTI DEY (মিষ্টি দে) আর্জি  মিষ্টি দে শিউলি জানে আগমনী সুরে মা আসছে ঘরে আমার মা আলপনা দেয় জগৎ মায়ের বোধনে মায়ের সাথে ভাই বোনরাও আসছে নতুন সাজে জাঁকজমকের দারুণ বাহার কোটি টাকার প্যান্ডেলে মন্দিরেতে ভোগের প্রসাদ সাজে নতুন সন্দেশে কতো লোকের কতো চাওয়া  পূরণ হয়  অকাতরে । প্রতিবছর আসিস মা তুই আমাকে দিস ফাঁকি  আমি না হয় খারাপ মেয়ে  করিনা ডাকাডাকি  আমার মা তো ডাকে তোকে চোখের জলের ধারায়  তবুও তুই পাষান ওরে হৃদয় গলে না হায়! বড়ো মানুষের মা তুই তাদের কথাই ভাবিস উপহারে, উপহারে  তাদের ভরিয়ে তুলিস এবারও কি  শূন্য হাতে এলি ভূবন মাঝে? কিছু এনেছিস জগৎ মাতা আমার দুখী মায়ের  তরে?? 7/10/21

থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া

MISTI DEY (মিষ্টি দে) থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া    পৃথিবীর বায়ুমণ্ডলে ছিন্ন করে  আছড়ে পড়ে  একমুঠো ভালোবাসা  তারপর নিরুদ্দেশের পথে  পা বাড়িয়ে  ভালোবাসার ভালো টুকু  খুঁজে বেড়াবার বৃথা প্রচেষ্টা । হারিয়ে যাওয়া জীবন  জীবন যুদ্ধের বোঝা বয়ে বেড়ানো ছাড়া  আর কিছু নয়  তবু দীর্ঘ রাত জাগার পর  ভোরের ঝিমুনি ভাঙা  নব সূর্যের আলোয়  আবার নিজেকে মুক্ত করা  আবার শুরু জীবন শুরুর চলা  থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া ।