বাউন্ডুলে

MISTI DEY (মিষ্টি দে)
বাউন্ডুলে
মিষ্টি দে

চলো আজ সব কিছু ছেড়ে,
বেড়িয়ে পড়ি অজানার উদ্দশ্যে
বেপরোয়া, বাউন্ডুলে, উ র ন চন্ডী  বেশে
যেখানে ক্লান্তি হাঁটু গেড়ে বসে
বেঁচে থাকবার ভিক্ষা চাইবে
আর অবজ্ঞার হাসি হেসে
বিদায় জানাবো অবহেলে
উচ্চ কন্ঠে গাইবো সেই গান
যার সুরে মিশে আছে রামধনুর সাত রং
সরগম এর সাত সুর, 
আর অনাবিল আনন্দ।
তাণ্ডবের তালে পা মিলিয়ে
পেরিয়ে যাবো দূর্গম সব পথ
কখনো পাহাড়, কখনো ঘন অরন্য
কখনো সাগরের রহস্য
সৃষ্টি করবো নতুন অনুভূতির এক দেশ
যেখানে ধ্বংস স্তূপ থেকে জন্ম নেবে নতুন কবিতা
বাউন্ডুলে, বেপরোয়া সাধকের বেশে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি