ভোর

MISTI DEY (মিষ্টি দে)
ভোর
মিষ্টি দে
তারিখ: 30/10/2021

ক্লান্ত দুপুরের মৌন বাতাস
হালকা পোশাকের অন্তরালে 
কোনো এক গোপনীয়তা সৃষ্টি করছে , 
সকলের আড়ালে, 
মনে করিয়ে দিচ্ছে হারিয়ে যাওয়া 
প্রেমিকের উদ্ধত আচরণ ।

দূরে হিন্দি রোমান্টিক গানের কলি
কর্কশ ভাবে কানে এসে লাগছে।
মনে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতিতে
সপ্ত সুর কে করা হচ্ছে অপমান 
ক্লান্ত দুপুরের মতো
মন ও যেন ধীরে ধীরে হয়ে পরছে
ক্লান্ত পরিশ্রান্ত।

তবু ও হাঁটছি 
আরো একটু ক্লান্তি চাইছে মন
হতে চাইছে আরো একটু উদাস
চোখের জলে শুকনো পথ হচ্ছে আদ্র
চলবার শক্তি হয়ে যাক ক্ষীণ 
ক্লান্তিতে চোখ আসুক বুজে
মূহুর্তে হারিয়ে যাক চেতনা
সমস্ত সৃষ্টি যাক মুছে 
ক্লান্ত দুপুরের অবসানে
সায়াহ্নের প্রভাতে 
কোনো এক অন্ধকার কে ভালোবেসে
অন্ধকারকে কাছে টেনে 
খুঁজে পেতে চায় 
অতি প্রতিক্ষীত
ঘুমের সন্ধান।

অবশেষে নতুন ভোরের আদরে
নব জীবনের সূত্রপাত ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি