কলঙ্ক

MISTI DEY (মিষ্টি দে)
কলঙ্ক
মিষ্টি দে

আবার তবে নতুন শুরু
ভুলে যাওয়ার নিয়মে
আবার তবে আকাশ ছোঁয়া র
আবেঘন মুহূর্তের
হয় তো সেদিন নাড়বে কড়া
কঠিন লোহার গারদে
হয় তো সেদিন দূরে নয়
যার সূর্য ওঠে আকাশে
আবার তবে নতুন শুরু
প্রায়শ্চিত্তের করাঘাত
ভুলের ভুল ভোলার সময়
চাপা থাক সব আঘাত
আকাশের চাঁদ কলঙ্কে মোরা
শুষ্ক সমূদ্রের স্মৃতি
নানা ঝঞ্ঝার নানা ভালোবাসার
জড়িয়ে রয়েছে গীতি
কলঙ্কের সেই কাজল লতার
একটি টিকা আমি আঁকি
জল ছলছল শুষ্ক সমুদ্রে
কাজল ভরা সে আঁখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন