যুদ্ধ চাই না

MISTI DEY (মিষ্টি দে)
যুদ্ধ চাই না
মিষ্টি দে

যুদ্ধ কেনো বারবার
মৃত্যুর খেলা অহরহ
রক্তের বিভীষিকা
আর চোখের জল
ফিরে দেখো
সেই ভয়ংকর কোলাহল 
যুদ্ধের ইতিহাস
আজ ও বহন করে চলে সেই অভিশাপ
আমার তোমার পূর্বজ,
কখনো কি শোনায়নি
ভয়াবহ সেই কাহিনী
কখনো কি শোনোনি 
অনাথ শিশুর কান্না
কখনো কি উপলব্ধি করোনি
স্বজন হারানো দুঃখ
তবে এসো শান্তির গান গাই
শান্তির বার্তা ছড়াই আকাশে বাতাসে
দেশ কালের বিভেদ ভুলে,
জাত পাত উঁচু নিচু,
ধর্মের বেড়াজাল ডিঙিয়ে
মনে রাখি আমরা মানুষ
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি