আগমনী

MISTI DEY (মিষ্টি দে)
আগমনী 
মিষ্টি দে
(অনেক বছর আগের লেখা )

ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড়
বাদ্দি বেজেছে
দূর্গা ঠাকুর, নতুন সাজে
আবার এসেছে
ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড়
বাদ্দি বেজেছে
ছেলে মেয়েরা, নতুন জামায়
আবার সেজেছে
ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড়
বাদ্দি বেজেছে
কাশ ফুলের মাথাগুলি
দুলতে লেগেছে
দূর্গা ঠাকুর আসে ওরে
প্রতি বছর বছর
ভালো মন্দ খেয়ে সে
ফেরে নিজের ঘর
দুই কন্যা, দুই পুত্র
সাথে তার আসে,
মানুষ গুলোর বোকামি দেখে
হি হি করে হাসে
মানুষগুলো বোকার মতন
তাদের পুজো করে,
দশমী এলে অকারণে
চোখের জলে ভাসে.
বছরভরা সারা পুঁজি
পুজোয় খরচ করে
পুজোর শেষে, খাতা  নিয়ে,
হিসেব শুধু কষে.
খরচ দেখে, চোখে তখন
সরসে ফুল দেখে
ঠাকুরের ছবির ওপর
খালি মাথা ঠোকে.
দূর্গা ঠাকুর, স্বর্গে তখন
শিবের সাথে বসে,
মর্ত বাসীর কথা বলে,
মুচকি মুচকি হাসে.
ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড়
বাদ্দি বাজলো ঐ
আবারো মন নাচলো ওরে
তা থৈ তা থৈ থৈ...... 2003

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি