বন্ধু

MISTI DEY (মিষ্টি দে)
বন্ধু
মিষ্টি দে

বন্ধু সবাই নয়
বন্ধু ভেবে হাত বাড়িয়ে
অকারণ ঠকে যাই
বন্ধু সবাই নয়। 

 আকাশ তুমি বন্ধু হবে
গল্প কথা বোলবো সাথে
তোমার মনের ওই গভীরে
মেঘের গভীর ওই রহস্যে
যা আছে সব আমায় বলো
আমায় তোমার বন্ধু ভাবো
আমার বন্ধু কেউ নয়
সবাই কি আর বন্ধু হয়? 
 
সাগর তুমি বন্ধু হবে
তোমার ঢেউয়ে চলবো সাথে
তোমার মনের ওই অতলে
কোন সে রতন লুকিয়ে আছে
বোলবে আমায় বন্ধু ভেবে
আমার বন্ধু কেউ নয়
সবাই কি আর বন্ধু হয়?

ও পাখি তুমি বন্ধু হবে, 
প্রজাপতি বন্ধু হবে,
গাছের ফুল বন্ধু হবে
এই ভুবন মাঝে খুজেঁ ফেরা
একটা বন্ধু খুজেঁ যাওয়া

 দুপুর রোদ, গোধূলি বেলা, জ্যোৎস্না রাত, পূবের আলো, 
কে আমার বন্ধু হবে
আমার বন্ধু কেউ নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি