মিথ্যে স্বপ্ন

MISTI DEY (মিষ্টি দে)
মিথ্যে স্বপ্ন
মিষ্টি দে

সপ্ন টা মিথ্যে ছিলো
মিথ্যে কথা দেওয়া
তোমার আমার সমীকরণ 
অজস্র ভুলে ভরা

সপ্ন টা মিথ্যে ছিলো
একসাথে পথ চলা
সুরের সাথে কথা সাজিয়ে
বেসুরো গান গাওয়া

সপ্ন টা মিথ্যে ছিলো
মিথ্যে দেওয়া নেওয়া
হিসাব সব বেহিসাবী
দেওয়া শুধুই দেওয়া

স্বপ্ন টা মিথ্যে ছিলো
  মিথ্যে সকল কথা
খরচ হিসেবে দাড়িপাল্লা
নোয়ালো তার মাথা। 

দাড়িপাল্লায় উঠলো মন
উঠলো স্বপ্ন সকল
একসাথে সেই সময় গুলি 
আকাসকুসুমের ঢল

অপর পাশে মিথ্যে শুধু
শূন্যে ভরা সব 
যন্ত্রণা আর অপমানে
রক্তাক্ত মন

দাড়ি পাল্লার কাটায় টান
মনের ভারে কাঁপে
অপর পাশে ছিটকে পরা
কতো স্বপ্ন দেখে
সময় যেনো থমকে যায়
চমকে আকাশ লাল
হৃদয় ভাঙা রক্তে যেনো
তীব্র হাহাকার। 

তবুও আজও স্বপ্ন দেখি
জীবন তরীর মাঝি
হয়তো কখোনো ভাসবো
 দুজন 
একসাথে পাশাপাশি
আকাশ মাঝে
নক্ষত্র সব
করবে কানাকানি
নতুন সপ্তর্ষি গড়বো আমরা ওই আকাশের মাঝামাঝি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি