মিথ্যা প্রেম

MISTI DEY (মিষ্টি দে)
মিথ্যা প্রেম
মিষ্টি দে

কতটা গতিবেগ আমাদের এক করে দিতে পারে, 
আলোর গতির থেকে ও বেশি অথবা মুক্তিবেগ। 
সব আকর্ষণ কে তুচ্ছ করে , তুমি আর আমি। একে অপরকে আকড়ে, সুখ নয়, শান্তির প্রয়াস। 
ভয় হচ্ছে? 
বুক টা ধুক ধুক করছে? 
পায়ের মাটি যাচ্ছে সরে ? চিরাচরিত একঘেয়ে জীবনের অভ্যেস হারানোর ভয়? তাহলে ফিরে যাও, ভালোবাসার কথা তোমার খামখেয়ালি মনের প্রলাপ ভেবে আমিও যাবো ভুলে, শিড়দাড়াহীন ভালোবাসা ভুলে ছুটবো একা ভালোবাসার কক্ষ পথে অসীমের ভালোবাসায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন