অভাব

MISTI DEY (মিষ্টি দে)
অভাব
মিষ্টি দে

আমার এক আকাশের ভালোবাসা অভাবের আগুনে পুড়ছে। 
অভাব সেতো কতো কিছুরই হয়। 
অর্থের, স্বপ্নের, আশার
ভালোবাসার। 
তবু বাঁচছি, বাঁচতে হয় তাই, 
হয়তো ক্ষীণ আশা
নিভু নিভু আঁচে বাঁচছে-
হয়তো এখনো কিছু বাকি রয়ে গেছে
কিছু ঋণ শোধ দেওয়া হয়নি, 
হয়তো বা কোনো অসম্পূর্ণ গল্পের শেষ লেখা রয়ে গেছে বাকি
মনে হচ্ছে, 
বুলডোজার চলছে স্বপ্নের ইমারতে
ভাঙছে, 
তবু খারা হয়ে আছে, ভেঙে না পড়া স্তম্ভ, 
অনবরত হাতুড়ির আঘাত। 
তবু আমি স্বপ্ন দেখি, 
না দেখে উপায় কি? 
বাঁচার রসদ ওইটুকু ই
হয়তো নির্বিকার আবরনের আড়ালে কোনো উদ্ভ্রান্ত ছুটে চলেছে গন্তব্যের দিকে। 
নিরুৎসাহিত মন জানতে চায়না, গন্তব্য সে কোথায়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি