নতুন

MISTI DEY (মিষ্টি দে)
নতুন
মিষ্টি দে 

আজকাল কিছুই বলার থাকেনা,
 উপলব্ধির সেতু বাঁধা চলতেই থাকে,
আজকাল কিছুই বলার থাকেনা
বোকা বোকা হাসি, বোকা বোকা পরিকল্পনা
সব কবে মূল্যহীন হয়ে গেছে
সে হিসাব ও আর হয়ে ওঠেনা
ঝিম ধরা চেতনা
কানে কানে বলে
এবার একটু বেহিসাবি হয়ে যা
নিয়ম, নীতি, মূল্যবোধের কচকচানি
থাক সব, যেমন পুরাতন জিনিস
পুরাতন তোরঙ্গে ঠাই পায়,
তাই ভাঙ্গা জীবনের পাজ্জেল নিয়ে
নতুন কিছু সাধা-
হতে পারে হিমালয়
হতে পারে গহন বন
হতে পারে সাদামাটা আটপৌরে জীবন
যাই হোক নতুন হবে
নতুনত্বের সকাল
নতুন পাগলামো
নতুন কিছু-
তাই নতুনের খোঁজে 
পথে পথে
সময়ের শেষ একক পর্যন্ত
যতক্ষণ না পুরাতন কে মুছে
শুরু না হয়
নতুনের বোধন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি