পুনশ্চ

MISTI DEY (মিষ্টি দে)
পুনশ্চ
মিষ্টি দে
শেষ তবু শেষ নয়
অনেকটা চিঠির শেষের পুনশ্চ
সব কিছুর ই তো একটা অবশিষ্ট থাকে
এও হয়তো সেরকমই
কান্না শেষের ফুপানী 
শেষ তবু শেষ নয়
যেমন দীর্ঘকালীন চাকুরীজিবির অন্তিম দিন
শেষ তবু শেষ নয়
মনের অন্তর্ভুক্ত স্মৃতি যেন খায় কুড়ে কুড়ে
প্রেমিকের সাথে শেষ দেখা
শেষ কথা কাটাকাটি
শেষ অভিমান আছড়ে পরে বুকের অভ্যন্তরে
বাইরের আকাশ বড়ো স্বাভাবিক। 
সব কিছুরই তো একটা 
অবশিষ্ট থাকে। 
যে স্বপ্ন গুলো বাঁচা হোলো না, যে স্বপ্নের ধাগা গেছে ছিড়ে, 
যে কষ্টগুলো শেষের অপেক্ষায়, 
অবশিষ্ট কিছু কথা
যা বলা হয়নি কখোনো
অবশিষ্ট আবেগ
তীর খুজেঁ ছিলো বহবার, 
অবশিষ্ট জীবন-
শেষের সেই শেষ মুহূর্তে ও
অবশিষ্ট কিছু থাকে।
সব অবশিষ্ট কুড়িয়ে আরো একটা নতুন জীবন
হয়ে উঠুক স্বয়ং সম্পূর্ণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি