উদ্বোধন

MISTI DEY (মিষ্টি দে)
উদ্বোধন
মিষ্টি দে

যদি জীবন টা এরকম চলে, 
চলতে থাকুক
পাওয়া না পাওয়ার হিসাব
থাকুক বাকি
যদি অপমান গুলো গলা চেপে ধরে
যদি মস্তিষ্কের কোষ হয়ে আসে অবশ
তখন মনে কোরো
আকাশের ওই মেঘের ওপারে
নক্ষত্র সারি, 
অসম্পূর্ণ তার সজ্জা
হয়তো তোমার অপেক্ষা। 
ভেঙেছো বহুবার, 
তাই বুঝি কষ্ট হচ্ছে? 
ভয় হচ্ছে মাটিতে মিশে যাওয়ার? 
ভুল কোরছো-
ভাঙতে ভাঙতে
আরো শক্তিশালী হয়েছো-
চোখের জল গেছে শুকিয়ে
সত্য মিথ্যার পরিচয় আজ স্পষ্ট। 
ছদ্মবেশী ভালোবাসা কফিনে বন্দী। 
শকুন চীলের মুখোশ ধুলোয় মাখা, 
হারিয়েছো মন, হারিয়েছো বিশ্বাস, 
তবু পুনরায় নক্ষত্রের সন্ধানে। 
দেখো, পূব আকাশের লালাভ সূর্যের প্রথম আলো তোমায় স্পর্শ করেছে
পবিত্রতার আবেশ ছরিয়েছে মননে
মন্ত্র ধ্বনির ব্যপ্তি 
দিগন্ত বিস্তৃত
আরো একবার ঘুরে দাড়াবার প্রচেষ্টা
সব ভুলে নতুন শুরু র উদ্বোধন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি