যাত্রী

MISTI DEY (মিষ্টি দে)
যাত্রী
মিষ্টি দে

আমি যাত্রী যাত্রা করেছি
 নতুন যাত্রা পথে
খুজেঁছি পথিক
অলিতে গলিতে, পাকা রাস্তায়। 
আবার পাহাড়ের ঢাল থেকে মেঠো পথে
পরিচিত হয়েছি নামি বেনামী 
কতো না অপরিচিতের সাথে
আমি যাত্রী যাত্রা করেছি
 নতুন যাত্রা পথে
তবে আজ পথিক নয়  
নিজেকে খোঁজার সময়
পথিকের খোঁজে 
কখোন যে হারিয়েছি সময়
হারিয়েছি বাঁচবার অবলম্বন
হারিয়েছি ছোটো বড়ো
আরো কতো কি! 
তাই  আজ একা চলেছি 
নিজের খোঁজে
যদি পথের কোনো বাঁকে অবহেলায় পড়ে থাকতে দেখি
যদি মিশে যেতে দেখি মাটিতে
যদি অস্তিত্ব হয় বিপন্ন
যদি দেখি ক্ষত বিক্ষত আত্মা আত্মপ্রকাশের শেষ সুর মেলানোর বৃথা প্রচেষ্টায় রত
তখন বোলবো
হয়তো ভুল করে ফেলেছো-
ভুল বিশ্বাস, ভুল ত্যাগ
ভুল আকড়ে ধরে বাঁচবার আশা
ভুল পরিকল্পনা সকল
ভুল স্বপ্ন ভুল সমস্ত প্রত্যাশিত প্রত্যাশা
তবু আরও একবার বাঁচো
আরো একবার সব ভুলে
নিজেকে সম্পৃক্ত করো 
সেই আত্মার সাথে
খোঁজ করো সেই অহং
যে মরে গেছে
অপমানের চিতায় অগ্নি প্রজ্জ্বলিত
সে আগুনে পুড়ে শুদ্ধ হয়ে উঠুক
পবিত্র হোক আত্মা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি