আমি

MISTI DEY (মিষ্টি দে)
আমি
মিষ্টি দে

কিছু শেষ ভালো
চলতে থাকা একঘেয়েমি
অনেকটা বিড়ালের মরা কান্না
তার থেকে শেষ ভালো
রাত বাড়ছে, একা হচ্ছি
একার সাথে কথা
তবে একা কোথায়
নিজের মতোন কে যেন
সামনে এসে দাঁড়িয়ে
দাঁত বের করে
কেমন ব্যঙ্গত্মক হাসছে.
রাত বাড়ছে, একা হতে চাইছি
ততই যেনো রক্তবীজের বংশধর
সম্পূর্ণ সত্তাটাকে
 চেপে ধরতে চাইছে
বালিশে মুখ গুঁজে
একা হতে চাইছে চেতনা
বেড়ালের মরা কান্না যেন
নিজের অন্তমনের থেকে
বেরিয়ে আসতে চাইছে
একটু একা
একা হতে চাইছে 
 অসংখ্য আমি ভয়ঙ্কর
হা করে গিলতে আসছে
আমি হারিয়ে যাচ্ছি
তাই একটু অন্ধকার
লুকোতে চাইছে আমি
একা হতে চাইছে
আমি......

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"