আর্জি

MISTI DEY (মিষ্টি দে)
আর্জি 
মিষ্টি দে

শিউলি জানে আগমনী সুরে
মা আসছে ঘরে
আমার মা আলপনা দেয়
জগৎ মায়ের বোধনে
মায়ের সাথে ভাই বোনরাও
আসছে নতুন সাজে
জাঁকজমকের দারুণ বাহার
কোটি টাকার প্যান্ডেলে
মন্দিরেতে ভোগের প্রসাদ
সাজে নতুন সন্দেশে
কতো লোকের কতো চাওয়া 
পূরণ হয়  অকাতরে ।
প্রতিবছর আসিস মা তুই
আমাকে দিস ফাঁকি 
আমি না হয় খারাপ মেয়ে 
করিনা ডাকাডাকি 
আমার মা তো ডাকে তোকে
চোখের জলের ধারায় 
তবুও তুই পাষান ওরে
হৃদয় গলে না হায়!
বড়ো মানুষের মা তুই
তাদের কথাই ভাবিস
উপহারে, উপহারে 
তাদের ভরিয়ে তুলিস
এবারও কি  শূন্য হাতে
এলি ভূবন মাঝে?

কিছু এনেছিস জগৎ মাতা
আমার দুখী মায়ের  তরে?? 7/10/21

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন