MISTI DEY (মিষ্টি দে)
এবার  পূজোয় মন নেই ...
 কোথায় যে হারিয়ে গেল.....
পূজোর ভিড়ে, 
না মেলার নাগরদোলায় চড়ে 
অন্য কোথাও গেল
ন কি পুতুল খেলার আসরে
অন্যের ইচ্ছায় ঘুরে বেড়ালো
হাসলো কাঁদলো ।
আহা মন টা আমার কোথায় 
হারিয়ে গেল ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা