MISTI DEY (মিষ্টি দে)
এবার পূজোয় মন নেই ...
কোথায় যে হারিয়ে গেল.....
পূজোর ভিড়ে,
না মেলার নাগরদোলায় চড়ে
অন্য কোথাও গেল
ন কি পুতুল খেলার আসরে
অন্যের ইচ্ছায় ঘুরে বেড়ালো
হাসলো কাঁদলো ।
আহা মন টা আমার কোথায়
হারিয়ে গেল ।
এই ব্লগটি আমার মনের জমা কথা দিয়ে তৈরি হয়েছে. এটি সাহিত্যের কোন নতুন দ্বার হয়তো উন্মোচন করেনা,এ শুধু বিভিন্ন সময়ে আমার মনের বিকার কেই তুলে ধরে, তবু হয়তো ব্লগটি আপনাদের মনরন্জন করতে পারবে,সাহিত্যের বিশাল ভান্ডারকে না ছু৺তে পারলেও,আপনাদের মনের কোন এক ক্ষুদ্র অংশ কে ছু৺লেও মনে কোরবো আমার লেখা সার্থক.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন