মহাকাব্য

MISTI DEY (মিষ্টি দে)
মহাকাব্য 
মিষ্টি দে 

আকাশ পারে সেই ছোট্ট বাড়ি 
আমার ঠিকানা 
পথ হারিয়েছি, পথ ভুলেছি 
জানা অজানা -
দিশা হীন ওই আকাশ পাখি 
কোথায় উড়ে যায় 
নিরুদ্দেশের পথে সে নিজেকে ভাসায়।
তারার মেলায় হারায় আলো 
এ কেমন ছলনা 
জীবন পথে শুষ্ক হাসি 
নবীন ললনা 
ওইযে ওই তারার পতন 
আকাশ আঁকে পথ 
সেই পথেই তার আলোর দিশা 
রামধনু হয় নত
আবোল তাবোল জীবন পঞ্জি 
রোজ নামচা যত 
জীবন শেষে সবই শুধু 
 আবর্জনার মত
তবুও নতুন কবিতা সৃষ্টি 
নতুন উপন্যাস 
দিনের পরে দিনের কাব্য 
যেন লিখছে বেদব্যাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা