MISTI DEY (মিষ্টি দে অশ্লীল ভালোবাসা মিষ্টি দে হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি। নিয়ম ভাঙা, নিতী বিহীন অনৈতিকতার তকমা আটা ঠিক সেইভাবে ভালোবাসি। উশৃঙ্খল, বেপরোয়া, বাউন্ডুলে, বাঁধনহারা হ্যাঁ ঠিক সেই ভাবে ভালোবাসি। যেমন কোনো নিষ্ঠুর বিবেকহীন প্রেমিক তার হাতের কঠিন বাধনে দিবারাত্রি জড়িয়ে রাখতে চায়। ভালোবাসি ঠিক সেই ভাবে যেমন অভিশপ্ত দানব সুন্দরী রাজকন্যাকে বন্দী বানাতে চায়। মনে হয় চিৎকার করে বলি, ভালোবাসি- এসো প্রথম বৃষ্টির ছোঁয়ায় স্নাত হই, মনের কোনায় কোনায় ভরাট হোক আদ্রতা উন্মুক্ত হোক শরীরের ভাঁজ শরীরে শরীরী ভাষার কানাকানি একে অপরকে জড়িয়ে ফিসফিস ফিসফিস ভালোবাসি, ভালোবাসি। গাছের পাতায় বাতাসের ঝিড়িঝিড়ি ভালোবাসি, ভালোবাসি সমুদ্রের ঢেউ, তীরের বুকেতে ভালোবাসি, ভালোবাসি আকাশের হৃদয়ে নক্ষত্র আঁকা চিত্র ভালোবাসি, ভালোবাসি আলিঙ্গন হোক গভীর, সুমধুর প্রেম সঙ্গীত হোক সে ধ্বংসের শেষ নিদান তবু তুমি, আমি এক হই অন্ততঃ একবার একসাথে বলি, হ্যাঁ ভালোবাসি, বড়ো ভালোবাসি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন