ভাঙ্গন

MISTI DEY (মিষ্টি দে)
ভাঙ্গন 
মিষ্টি দে 

ভাঙছে যখন ভাঙতে দাও 
বিশ্বাসের প্রাচীর 
শেষের যুদ্ধ মনের মননে 
 স্বপ্নে ধরেছে চীর 
ঘসা কাঁচে ছবি উঠছে ফুটে 
ঝাপসা আলিঙ্গন 
বিচ্ছেদের সুর উঠছে বেজে
আঁচড়ে আঘাতে মন।
নব আবেগের নব চেতনার 
নতুন সে আবেশ 
ভাঙনে নতুন ফুল ফুটেছে
পড়ে আছে অবশেষ।
যত্নে কুড়িয়ে আদরে লালনে 
গড়বার বৃথা প্রয়াস 
ভাঙুক তবে, শেষ হোক সব, 
মৃতের শেষ নিঃস্বাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা