সম্পর্ক
MISTI DEY (মিষ্টি দে)
সম্পর্ক
মিষ্টি দে
আকাশের উপস্থিতি যেমন
মানলে আছে
নইলে অনন্ত শুন্য।
সম্পর্কের দায় ও তেমনি
মানলে আছে,
যেমন বিস্তীর্ণ আকাশ,
দিগন্তের মরীচিকা
মানলে আছে নতুবা
শুন্যের হাহাকার।
সম্পর্ক?
সেও বিনি সুতোর গাঁথা মালা
মানলে কঠিন সে বন্ধন
নইলে পলকা সুতোর খামখেয়ালি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন