পুরাতন

MISTI DEY (মিষ্টি দে)
পুরাতন
মিষ্টি দে

তোমার এই জামাটার বুকের ওপর আমার ইতিহাস লেখা
ঘ্রাণে ঘ্রাণে সুতোর টানে
 আমার ছবি আঁকা 
ওই যে সেই গোধূলি বেলা
বুকের ওপর মুখ গোজা
ওই যে সেই নানান কথা
আবোল তাবোল স্বপ্ন দেখা
তোমার এই জামাটার মনের ভেতর 
শুধু আমার গল্প লেখা। 
দিনের পরে দিন যে গেছে
হৃদয় স্মৃতি হালকা বেশে
রূপকথার ই গল্প যেনো
হয়তো কখোনো সত্যি ছিলো
নতুন দিনের আলোয় ঢাকা
পুরাতন তোর বিদায় বেলা
তবু স্মৃতির ঘ্রাণে, হৃদয় টানে
পুরাতন সেই অতল তলে
নবীন আলোয় উজ্জ্বল বেশ 
স্মৃতির পাতায় সুখের রেশ
পুরাতন সেই গল্প বাঁচে
নতুন আলোয় নতুন রাগে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি

অশ্লীল ভালোবাসা