MISTI DEY (মিষ্টি দে)
আকাশের কপালে অস্ত রাগের সিঁদুর
এলোথেলো চুলে ভালোবাসার ছোঁয়া
মনে হয় স্বপ্ন চুরির আনন্দ
রামধনু রং মনের ক্যানভাসে
ফুটে ওঠে লুকিয়ে রাখা সেই ছবি
ভয় হয় , ধরা পড়লো বুঝি
কপালে আঁকা অস্ত রাগের সিঁদুর...
এই ব্লগটি আমার মনের জমা কথা দিয়ে তৈরি হয়েছে. এটি সাহিত্যের কোন নতুন দ্বার হয়তো উন্মোচন করেনা,এ শুধু বিভিন্ন সময়ে আমার মনের বিকার কেই তুলে ধরে, তবু হয়তো ব্লগটি আপনাদের মনরন্জন করতে পারবে,সাহিত্যের বিশাল ভান্ডারকে না ছু৺তে পারলেও,আপনাদের মনের কোন এক ক্ষুদ্র অংশ কে ছু৺লেও মনে কোরবো আমার লেখা সার্থক.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন