আধাঁর প্রিয়
MISTI DEY (মিষ্টি দে)
আধাঁর প্রিয়
মিষ্টি দে
একটা আধাঁর, একটা আলো
স্বপ্নে দেখা রামধনু রঙ
বড়োই ফিকে, পথ হারানো
সুর ভোলা সেই পথিক প্রিয়
নোঙর বেধে ঘর সাজানো
আকাশ ভাঙা, বৃষ্টি বুকে
জড়িয়ে ব্যাথা বুকের মাঝে
তোমায় নিয়ে স্বপ্ন আমার
অপূর্ণ থাক, আজ অবকাশ
সুর ভোলা সেই পথিক প্রিয়
নতুন গানে সুর মেলালো
মনটা আজ বেজায় খুশি
হারায় মন হারাই বুঝি
রিক্ত আসন ধুলোয় ঢাকা
ভুলতে চাই স্বপ্ন মাখা
মিথ্যা আলো, পথ হারানো
সুর ভোলা সেই পথিক প্রিয়,
পথের শেষে কোথাও দেখা
হবে হয়তো দুই অচেনা
আজ মনে হয়, আধাঁর ভালো,
আজ মনে হয় শূন্য ভালো,
রিক্ত মনের দীপ্ত আলো
একলা মন মুক্তি পেলো ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন