আকাশ প্রদীপ
MISTI DEY (মিষ্টি দে) তোমার আকাশে আকাশ প্রদীপ দেখতে পেয়েছো কি??? তোমার আমার ভালোবাসার আলো জ্বেলেছি. যতই ঝড়, যতই মেঘ আসুক আকাশ পথে আলোর শিখা পথ দেখাবে থাকবো মনে সাথে. মনের আকাশে আমি আছি দূরের তারা হয়ে দিনের শেষে চেয়ে দেখো সকল কাজের শেষে....