প্ৰিয়
MISTI DEY (মিষ্টি দে)
প্ৰিয়
মিষ্টি দে
কিছু বলতে চাই
যা জমে ছিলো বহুদিন
হৃদয়ের গভীরে।
আজ তুমি সামনে অকপটে,
বলা হয়নি যা বলার ছিলো,
তবু মনে মনে অনেক কথা
একে অপরের মন বুঝে নেওয়া,
কিছু কষ্ট, কিছু ভালো লাগা,
কিছু না পাওয়ার যন্ত্রনা -
কিছু বলতে চাই
যা হয়নি বলা -
কিছু রাগ, কিছু অভিমান,
আবার মেনে যাওয়া
আদরে মেশা শব্দের প্রলেপ -
রাতের কবিতা,
দিনের আলোয় মিশে যায়
নক্ষত্রের মতন
তবু সে আছে হৃদয় গভীরে,
যা হয়নি বলা
না বলা ছন্দের মিশ্রনে -
তবু ভালো লাগা
ভালোবাসার আবেশে
আমি আছি, তুমি আছো হৃদয় গভীরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন