পোস্টগুলি

জুন, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধোঁয়াসা

ধোঁয়াসা কিসের শব্দ বলোতো মনের ভেতর কেমন যেন গোঙরানী আওয়াজ মুক্তি খুঁজছে মুক্তির আশায় অন্ধকার যেন অনাথের মতন অবলম্বন খুঁজছে আলোর নেশায় আজ আমি পথহারা আমি অশান্ত প্রশ্ন তুমি ও এই পথ ধরে হেঁটে গেছ বুঝি তাই তোমার মুখটাও ম্লান তোমার  দৃষ্টি ও স্থির একি প্রতিবিম্ব নাকি? এ কি শত শত প্রতিবিম্ব  আমার চারপাশে মুক্তি খুঁজছে আর মরছে মুক্তির আশায় পেটের ভেতর থেকে একটা দমফাটা হাসি যেন বেরিয়ে আসবার চেষ্টায় দমবন্ধ করে দিচ্ছে মুক্তি খুঁজছে নির্বোধের দল আর মরছে মুক্তির আশায় মুক্তিদাতার পথ চেয়ে .....

নতুন রূপে

নতুন রূপে ভেবে দেখেছি অনেক কিছু খেলতে হবে নতুন খেলা জীবনের এই ভাবে তরঙ্গে কোরবোনা আর হেলা ফেলা মুখোস পড়ে ঘুরবো এবার নতুন ভাবে সাজাবো বহুরূপীর সাজে এসে ঘুরবো এই জীবন মেলায় ....

প্রেম

ছবি
 প্রেম বাগানের ধারা ফুল আকাশের তারা আমি কি থাকতে পারি তোমাকে ছাড়া হৃদয়ের আশা আর না বলা ভালবাসা গোলাপের পাপড়িতে রয়েছে যে বাঁধা মনকে ছুঁয়ে তুমি হয়েছো আমার হৃদয়ের উষ্ণতায় বেধেঁছো আমায় মনে মনে হল মিল সময়ের স্রোতে আকাশের ঘন মেঘ মিশে যায় নীলে

ভুলো মন

ভুলো মন আমি ভুলো মন ভুলে যাই সবকিছু দরকারি কাগজপত্র গুরুত্বপূর্ণ জিনিসপত্র কোথায় কোনটা রাখি মনে থাকেনা কিছু আমি ভুলো মন ভুলে যাই মানুষের চেনে জানা মুখ এই যে সেদিন মেট্রো তে দেখা এক অপরিচিতের সাথে ডেকে বললো কেমন আছ কোন খবর নেই যে আজকাল মনে মনে ভাবি এ কোন আজব আস্তে করে বললাম ঠিক চিনতে পারলাম না তো তারপর কতো কথা একের পর এক বললো মনে পড়লো না কিছু আমি যে ভুলো মন ভুলে যাই সবকিছু এ টি  এম এর পিন বা ই মেল এর পাসওয়ার্ড মাথার কোষাগারে খুঁজে বেড়াই আমি ভুলে যাই মন ভেঙে দেওয়া সেই চেহারা গুলো আমি ভুলে যাই স্বপ্নের বাবসায়ির লোলুপ চাউনি ভুলে যাই মিথ্যা আশার ঠিকানা ভুলে যাই নকল বন্ধুত্ব আজ আমি এসেছি জীবন নদীর এই কিনারায় সারা জীবন যাদের ভেলায় ভেসে  এসেছি মনে আছে  কিছু মুখ ওগো .... আমায় চিনতে পারছো???? তোমায় আমি ভুলিনি ভুলিনি তোমাকেও আমার নাম কি  গো তোমরা বলতে পারো??? ভুলে গেছি বড়ো ভুলো মন আমার বলতে পারো কি আমার নাম কোথায় আমার ঠিকানা ভুলে গেছি গো মনে আছে গো মেয়ে দূরে ডাক এলো ভেসে ... আমার  ভেলায়  ভেসেছিলে জীয়ন কাঠি ছুঁইয়ে ছিলাম তোমার কপালে বড