অবুঝ

অবুঝ 
মিষ্টি দে

হৃৎপিন্ড টা বলছে কথা
শুনতে পাচ্ছ কি
ধুকপুক ধুকপুক আওয়াজ বাড়ছে
শুনতে পাচ্ছ কি
ছলকে জল
জল টলমল
বুঝতে পারছো কি?
হৃৎপিন্ড টা করছে আওয়াজ 
খবর রাখো কি???  
ভাঙুক আকাশ
ভাবুক মনে
আবোলতাবোল শুরু 
ভাসুক অথৈ 
ডুব সাগরে
নাগাল পাবে কি???
হৃৎপিন্ড টা ছুটছে যেন 
ঘোড়ার খুঁড়ের মতো
ভাঙলো তীর কাজল ঘন
শুকনো মরুভূমি 
হৃৎপিন্ড টা স্তব্ধ কেনো
বুঝতে পারছো কি?????

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

পুনশ্চ

মিথ্যা অবলোকন