বিরাম

 আজ বৃষ্টির জলে 

ধুয়ে যাক ক্লান্তি 

চোখের জলে গ্লানি 

ভিজুক শরীর 

ভিজুক আত্মা 

তোমার আরাধনায়

নিজেকে করবো দান

আত্মহুতির হোমাগ্নি শিখা 

পরবো কপালে

পবিত্র হবো

পবিত্র  স্পর্শে

আজ আসুক ওই

আকাশ ভাঙা ঝড়

ভেসে যাক আবরন

বাঁচুক আবেগ

নষ্ট হোক নষ্টনীড় 

গড়ে উঠুক স্বপ্ন মন্দির

আশার নতুন আবেশে.........    Misti De

ছবি সৌজন্যে  স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

মিথ্যা অবলোকন