চাঁদ

#Click the below link to read the full poem

 চাঁদ




মিষ্টি দে


আকাশের কোলে

হেসে ওঠা চাঁদ

ধর্মের বেড়াজাল

ভেঙে দেওয়া চাঁদ

হ্যাঁ আমি সেই চাঁদ

যার রূপের লাবণ্য

কবির কবিতায় ঠাঁই পায়

হ্যাঁ আমি সেই চাঁদ,

হাজার প্রেমের নীরব সাক্ষী.

পূর্ণিমার স্ব মহিমান্বিত চাঁদ

অমাবস্যার অন্ধকারের

লুকোচুরি খেলার সঙ্গী

আমি চাঁদ

ছেলেবেলার গল্পে দিনরাত

চরকা কাঁটতে থাকা

সেই থুরথুরে বুড়ি

হ্যাঁ আমি সেই চাঁদ

আমি এক অদ্বিতীয়ম

ঈদের চাঁদ অথবা করবা চৌথ

আমি এক সেই পুরাতনী

তোমাদের সকলের

হৃদয়ের চাঁদ.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি