পাশা

MISTI DEY (মিষ্টি দে)
পাশা 
মিষ্টি দে 

একটা স্বপ্ন হেসে খেলে
রামধনু রঙে মেশে
একটা ভালোলাগা নাছোড়বান্দা
ঘ্যানঘ্যান সুরে ডাকে
মনটা এখন  বিরক্তি ভরা
বুড়ো ভিখারির ক্লান্তি
বেকার মন দু পয়সার
হিসাবে খোঁজে তৃপ্তি
দামি পোশাকে বিবিয়ানা
পকেট গড়ের মাঠ
নকল হাসি আর অভিনয় ঠাসা
জীবন খেলার পাঠ
কোন খেলা সে? অতিপুরাতন-
তোমার আমার নেশা 
আদি কাল হতে, একই খেলা চলে
দুর্যোধনের পাশা.2/5/22

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

আমি