পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা টাকা দিবি তো

MISTI DEY (মিষ্টি দে) মা টাকা দিবি তো মিষ্টি দে  মা টাকা দিবি তো এবার? নাকি এবার ও তুই আমায় দিবি ফাঁকি? আসে পাশে সবাই কে তুই করিস রাজা উজির আমার কথা ভুলিস শুধু আমায় করিস ফকির. এবার মা ধৈর্য নেই আর তোর সাথে মা আড়ি শুন্য জীবন মা,- এইটুকু চাই করছি না বাড়াবাড়ি. বিদ্যে বুদ্ধি নেই রে মা বোন টা তোর কৃপন রূপ সৌন্দর্য সেও নেই করবো কি এখন? কার্তিক দেয়নি পরাক্রম লোকে কাঁদায় খালি গনেশ তো মা তোর ই দলে রাখেনা আমার মন  তোর জন্য এনেছি মা সেরা মিষ্টি, ফল  রাঁধবো মা তোর ভোগ দেবো ডাবের জল মা রে টাকা দিবিতো? ভুলবি না বল রাখবি মনে ঠিক পরের বছর দেবো বানিয়ে সোনার তৈরি চিক তোর পাশে যে নারায়ণ থাকে আমার টা কোথায় চোখের জলে নাকের জলে আমায় খালি কাঁদায়, ধরবো ভেবে ধরতে যাই তারপর দেখি নারদ ছি ছি মা আমি যে সেরা সেরা ই আমার সম্পদ...

আগমনী

MISTI DEY (মিষ্টি দে) আগমনী  মিষ্টি দে (অনেক বছর আগের লেখা ) ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে দূর্গা ঠাকুর, নতুন সাজে আবার এসেছে ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে ছেলে মেয়েরা, নতুন জামায় আবার সেজেছে ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে কাশ ফুলের মাথাগুলি দুলতে লেগেছে দূর্গা ঠাকুর আসে ওরে প্রতি বছর বছর ভালো মন্দ খেয়ে সে ফেরে নিজের ঘর দুই কন্যা, দুই পুত্র সাথে তার আসে, মানুষ গুলোর বোকামি দেখে হি হি করে হাসে মানুষগুলো বোকার মতন তাদের পুজো করে, দশমী এলে অকারণে চোখের জলে ভাসে. বছরভরা সারা পুঁজি পুজোয় খরচ করে পুজোর শেষে, খাতা  নিয়ে, হিসেব শুধু কষে. খরচ দেখে, চোখে তখন সরসে ফুল দেখে ঠাকুরের ছবির ওপর খালি মাথা ঠোকে. দূর্গা ঠাকুর, স্বর্গে তখন শিবের সাথে বসে, মর্ত বাসীর কথা বলে, মুচকি মুচকি হাসে. ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বাজলো ঐ আবারো মন নাচলো ওরে তা থৈ তা থৈ থৈ...... 2003