ভুলে যাবো তোমায়
MISTI DEY (মিষ্টি দে) ভুলে যাবো তোমায় মিষ্টি দে তোমাকে ভুলে যাবো সম্পূর্ণভাবে ভুলে যাবো অমাবস্যার অন্ধকারে সব যেমন থেকেও চোখের আড়াল ঠিক তেমনি ভাবে ভুলে যাবো। আনন্দের এই উৎসবে প্রিয় মানুষের আলিঙ্গনে বরাবরের মতো তুমি গনিত মেলাতে ব্যস্ত আমি তোমার অসম্পূর্ণ ক্যালকুলাস। আমার হৃদয় অমাবস্যার অন্ধকারে কবিতার ছন্দ খুঁজে বেড়ায় অন্ধকারময় আকাশে কোমল গান্ধারের সুর- অন্তর্মন নতুন গান রচনা করে তোমাকে ভুলে যাবো মনের অনুভূতির দোলায় দোলাচল, ভুলে যাবো তোমায় শরীরের স্পর্শে, ঠোঁটের আবেগে, তোমার অনুভুতির সবটুকু নির্যাস মুছে দেবো ভুলে যাবো তোমায়। অমাবস্যার ক্যানভাসে নতুন ছবি উঠবে ফুটে বলবে নতুন গল্প তুমি থাকবে অবহেলিত যেমন তোমার জীবনে আমি আমার গল্প শুধু আমায় নিয়ে, আমার অসম্পূর্ণ কাহিনী।।