পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভুলে যাবো তোমায়

MISTI DEY (মিষ্টি দে) ভুলে যাবো তোমায় মিষ্টি দে তোমাকে ভুলে যাবো সম্পূর্ণভাবে ভুলে যাবো অমাবস্যার অন্ধকারে সব যেমন  থেকেও চোখের আড়াল ঠিক তেমনি ভাবে ভুলে যাবো।  আনন্দের এই উৎসবে প্রিয় মানুষের আলিঙ্গনে  বরাবরের মতো তুমি গনিত মেলাতে ব্যস্ত আমি তোমার অসম্পূর্ণ ক্যালকুলাস।  আমার হৃদয় অমাবস্যার অন্ধকারে কবিতার ছন্দ খুঁজে বেড়ায় অন্ধকারময় আকাশে  কোমল গান্ধারের সুর-  অন্তর্মন নতুন গান রচনা করে তোমাকে ভুলে যাবো মনের অনুভূতির দোলায় দোলাচল,  ভুলে যাবো তোমায় শরীরের স্পর্শে, ঠোঁটের আবেগে, তোমার অনুভুতির সবটুকু নির্যাস  মুছে দেবো ভুলে যাবো তোমায়।  অমাবস্যার ক্যানভাসে নতুন ছবি উঠবে ফুটে বলবে নতুন গল্প তুমি থাকবে অবহেলিত যেমন তোমার জীবনে আমি আমার গল্প শুধু আমায় নিয়ে,  আমার অসম্পূর্ণ কাহিনী।।

আর্জি

MISTI DEY (মিষ্টি দে) আর্জি  মিষ্টি দে শিউলি জানে আগমনী সুরে মা আসছে ঘরে আমার মা আলপনা দেয় জগৎ মায়ের বোধনে মায়ের সাথে ভাই বোনরাও আসছে নতুন সাজে জাঁকজমকের দারুণ বাহার কোটি টাকার প্যান্ডেলে মন্দিরেতে ভোগের প্রসাদ সাজে নতুন সন্দেশে কতো লোকের কতো চাওয়া  পূরণ হয়  অকাতরে । প্রতিবছর আসিস মা তুই আমাকে দিস ফাঁকি  আমি না হয় খারাপ মেয়ে  করিনা ডাকাডাকি  আমার মা তো ডাকে তোকে চোখের জলের ধারায়  তবুও তুই পাষান ওরে হৃদয় গলে না হায়! বড়ো মানুষের মা তুই তাদের কথাই ভাবিস উপহারে, উপহারে  তাদের ভরিয়ে তুলিস এবারও কি  শূন্য হাতে এলি ভূবন মাঝে? কিছু এনেছিস জগৎ মাতা আমার দুখী মায়ের  তরে?? 7/10/21
MISTI DEY (মিষ্টি দে) এবার  পূজোয় মন নেই ...  কোথায় যে হারিয়ে গেল..... পূজোর ভিড়ে,  না মেলার নাগরদোলায় চড়ে  অন্য কোথাও গেল ন কি পুতুল খেলার আসরে অন্যের ইচ্ছায় ঘুরে বেড়ালো হাসলো কাঁদলো । আহা মন টা আমার কোথায়  হারিয়ে গেল ।

মা

MISTI DEY (মিষ্টি দে) মা বয়ে চলা সময়ের  জীবন সেতু তুমি মা না পাওয়ার যন্ত্রণায় শান্তির আশ্বাস তুমি মা