পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পুরাতন

MISTI DEY (মিষ্টি দে) পুরাতন মিষ্টি দে তোমার এই জামাটার বুকের ওপর আমার ইতিহাস লেখা ঘ্রাণে ঘ্রাণে সুতোর টানে  আমার ছবি আঁকা  ওই যে সেই গোধূলি বেলা বুকের ওপর মুখ গোজা ওই যে সেই নানান কথা আবোল তাবোল স্বপ্ন দেখা তোমার এই জামাটার মনের ভেতর  শুধু আমার গল্প লেখা।  দিনের পরে দিন যে গেছে হৃদয় স্মৃতি হালকা বেশে রূপকথার ই গল্প যেনো হয়তো কখোনো সত্যি ছিলো নতুন দিনের আলোয় ঢাকা পুরাতন তোর বিদায় বেলা তবু স্মৃতির ঘ্রাণে, হৃদয় টানে পুরাতন সেই অতল তলে নবীন আলোয় উজ্জ্বল বেশ  স্মৃতির পাতায় সুখের রেশ পুরাতন সেই গল্প বাঁচে নতুন আলোয় নতুন রাগে।
MISTI DEY (মিষ্টি দে) আকাশের কপালে অস্ত রাগের সিঁদুর এলোথেলো চুলে ভালোবাসার ছোঁয়া মনে হয় স্বপ্ন চুরির আনন্দ রামধনু রং মনের ক্যানভাসে ফুটে ওঠে লুকিয়ে রাখা সেই ছবি ভয় হয় , ধরা পড়লো বুঝি কপালে আঁকা অস্ত রাগের সিঁদুর...

বর্ষ শেষ

MISTI DEY (মিষ্টি দে) বর্ষ শেষ মিষ্টি দে নতুন করে ভাবতে বসি নতুন জীবন চরিত একের মাঝে সব পেয়েছি সহজ কখনো কঠিন সেই যে সেদিন নতুন ভোর নতুন পাখির গান নতুন সূর্য, নতুন আকাশ নতুনত্বের ঘ্রান।  আসবে যদি এখনি এসো সময় একটু বাকি  বছর শেষে উড়বে ওই পালাবে ইচ্ছে পাখি।