পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হারিয়ে যাওয়া

MISTI DEY (মিষ্টি দে) হারিয়ে যাওয়া মিষ্টি দে কোথায় যেন স্বপ্নগুলো  আটকে গেলো কোথায় যেন শুরুর  আগেই শেষ হলো কোথায় যেন কষ্ট চাপা  অন্ধকারে বালিশ ভেজা স্বপ্ন  ভাঙার শব্দ শুনে তবুও রোজ সকাল হলে নিত্য কাজে চোখের জল মিলিয়ে যায়  বেকার কাজে কোন সে জাদুর  কাঠির ছোয়ায়  ভুললে আমায় ভালোই হলো,  দায় নেই আর ভালোবাসার।

হারিয়ে যাওয়া দেশ

MISTI DEY (মিষ্টি দে)   কোথায় যেন হারিয়ে যায়  স্বপ্ন দেখার দেশ গুগল ম্যাপে চোখ ফেরাই  নেই তো অবশেষ  ছন্নছাড়া দেশ আমার দেখায় কতো খেলা আসল নকল মিলে মিশে বদ্রিনাথের মেলা দেখ তামাসা দেখরে পাগল সবাই ছোটে ছেড়ে আগল এদিক ওদিক ডাইনে বাঁয়ে  আগুন গোলায় ওই ছুটেছে দেখ তামাসা দেখ রে ভাই ব্যালেন্স খেলায় জীবন রে ভাই  শ্বাস প্রশ্বাস জীবন বায়ু কোথায় যে প্রাণ, কোথায় আয়ু গোলকধাঁধায় আটকে জীবন অট্ট হাসি হাসছে মরণ স্বপ্ন দেখা হচ্ছে শেষ হারিয়ে যাচ্ছে স্বপ্ন দেশ।।