হারিয়ে যাওয়া
MISTI DEY (মিষ্টি দে)
হারিয়ে যাওয়া
মিষ্টি দে
কোথায় যেন স্বপ্নগুলো
আটকে গেলো
কোথায় যেন শুরুর
আগেই শেষ হলো
কোথায় যেন কষ্ট চাপা
অন্ধকারে
বালিশ ভেজা স্বপ্ন
ভাঙার শব্দ শুনে
তবুও রোজ সকাল হলে
নিত্য কাজে
চোখের জল মিলিয়ে যায়
বেকার কাজে
কোন সে জাদুর
কাঠির ছোয়ায়
ভুললে আমায়
ভালোই হলো,
দায় নেই আর ভালোবাসার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন