পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর মিষ্টি দে সিঁদুর আমার অপার শক্তি সিঁদুর আমার মান বদলা সিঁদুরের  ছুটলো আগুন শত্রু ধুলিস্যাৎ।  সন্তান আমার অস্ত্র হাতে কপালে রক্ত তিলক ক্ষমা নয় আর  দেখা হোক এবার যুদ্ধের ময়দান।  ভারত মায়ের কোল থেকে তুই  কেড়েছিস তার ছেলে এবার পালাবি কোথায়   দেখ শত সহস্র তোর ,  মৃত্যু এগিয়ে আসে।  ধর্মের নামে বিভেদ বানিয়ে  ভাঙবি ভারত ভূমি?  চুলোয় যাক ধর্ম সকল এটা মোদের মাতৃভূমি সকল ধর্ম পাশাপাশি আজ যুদ্ধের ময়দানে বদলা সিঁদুরের গর্জে উঠেছে  সন্তান ভারতের।। অপারেশন সিঁদুর মিষ্টি দে সিঁদুর আমার অপার শক্তি সিঁদুর আমার মান বদলা সিঁদুরের  ছুটলো আগুন শত্রু ধুলিস্যাৎ।  সন্তান আমার অস্ত্র হাতে কপালে রক্ত তিলক ক্ষমা নয় আর  দেখা হোক এবার যুদ্ধের ময়দান।  ভারত মায়ের কোল থেকে তুই  কেড়েছিস তার ছেলে এবার পালাবি কোথায়   দেখ শত সহস্র তোর ,  মৃত্যু এগিয়ে আসে।  ধর্মের নামে বিভেদ বানিয়ে  ভাঙবি ভারত ভূমি?  চুলোয় যাক ধর্ম সকল এটা মোদের মাতৃভূমি সকল ধর্ম পাশাপাশি আজ যুদ্ধের ময়দানে বদলা সিঁদ...

আধাঁর প্রিয়

MISTI DEY (মিষ্টি দে) আধাঁর প্রিয় মিষ্টি দে একটা আধাঁর, একটা আলো স্বপ্নে দেখা রামধনু রঙ বড়োই ফিকে, পথ হারানো সুর ভোলা সেই পথিক প্রিয় নোঙর বেধে  ঘর সাজানো আকাশ ভাঙা, বৃষ্টি বুকে  জড়িয়ে ব্যাথা বুকের মাঝে তোমায় নিয়ে স্বপ্ন আমার অপূর্ণ থাক, আজ অবকাশ সুর ভোলা সেই পথিক প্রিয় নতুন গানে সুর মেলালো মনটা আজ বেজায় খুশি হারায় মন হারাই বুঝি রিক্ত আসন ধুলোয় ঢাকা ভুলতে চাই স্বপ্ন মাখা মিথ্যা আলো, পথ হারানো সুর ভোলা সেই পথিক প্রিয়,  পথের শেষে কোথাও দেখা হবে হয়তো দুই অচেনা আজ মনে হয়, আধাঁর ভালো,  আজ মনে হয় শূন্য ভালো,  রিক্ত মনের দীপ্ত আলো  একলা মন মুক্তি পেলো ।।

ঘোড়ার ডিম

MISTI DEY (মিষ্টি দে) ভালোবাসা যেন  দুমড়ানো হৃৎপিণ্ডের হাহাকার  অক্সিজেনের অভাবে শুকাতে শুকাতে প্রাণহীন পাথরে হয়েছে পরিণত  ভালোবাসা সেঁতসেঁতে ঘরের  উই ধরা আবেগ  ভালোবাসা অপমানের সহ্য কবজ  ঝাঝরা হৃৎপিণ্ডের আকুতি