অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর
মিষ্টি দে

সিঁদুর আমার অপার শক্তি
সিঁদুর আমার মান
বদলা সিঁদুরের 
ছুটলো আগুন
শত্রু ধুলিস্যাৎ। 
সন্তান আমার অস্ত্র হাতে
কপালে রক্ত তিলক
ক্ষমা নয় আর 
দেখা হোক এবার
যুদ্ধের ময়দান। 
ভারত মায়ের কোল থেকে তুই 
কেড়েছিস তার ছেলে
এবার পালাবি কোথায় 
 দেখ শত সহস্র তোর , 
মৃত্যু এগিয়ে আসে। 
ধর্মের নামে বিভেদ বানিয়ে 
ভাঙবি ভারত ভূমি? 
চুলোয় যাক ধর্ম সকল
এটা মোদের মাতৃভূমি
সকল ধর্ম পাশাপাশি আজ
যুদ্ধের ময়দানে
বদলা সিঁদুরের
গর্জে উঠেছে
 সন্তান ভারতের।।
অপারেশন সিঁদুর
মিষ্টি দে

সিঁদুর আমার অপার শক্তি
সিঁদুর আমার মান
বদলা সিঁদুরের 
ছুটলো আগুন
শত্রু ধুলিস্যাৎ। 
সন্তান আমার অস্ত্র হাতে
কপালে রক্ত তিলক
ক্ষমা নয় আর 
দেখা হোক এবার
যুদ্ধের ময়দান। 
ভারত মায়ের কোল থেকে তুই 
কেড়েছিস তার ছেলে
এবার পালাবি কোথায় 
 দেখ শত সহস্র তোর , 
মৃত্যু এগিয়ে আসে। 
ধর্মের নামে বিভেদ বানিয়ে 
ভাঙবি ভারত ভূমি? 
চুলোয় যাক ধর্ম সকল
এটা মোদের মাতৃভূমি
সকল ধর্ম পাশাপাশি আজ
যুদ্ধের ময়দানে
বদলা সিঁদুরের
গর্জে উঠেছে
 সন্তান ভারতের।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

পুনশ্চ