পোস্টগুলি

মার্চ, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুরু

শুরু মিষ্টি দে কবিতা আমার জীবন পাহাড় ডিঙিয়ে ছুটে চলে সময়ের আস্তরণ ছিড়ে , এসো এ যুগের কবি নির্ভিক লেখনীতে  ভাঙো জীবনের  যতো ভয় কুঁকড়ে  বাঁচার দিন হোক শেষ চির শেষের আগে , একবার জ্বলুক আলো একবার গেয়ে উঠি সেই বিজয় সঙ্গীত একবার বিজয় মালা তৈরি হোক তোমার উদ্দেশ্যে তারপর, যদি শেষ হয়  , হোক শেষ চির সর্বনাশের আগুন উঠুক  জ্বলে কবি তোমার লেখার ঔদ্ধত্যে ভয়ের প্রাচীর পড়ুক ভেঙে আমার অস্তিত্ব,  তোমার অস্তিত্বে যাক মিশে তারপর সময়ের যোজ্ঞে আহুতি পরুক একসাথে আত্মহুতীর পরম শান্তিতে চিরশান্তির ঘুম আসুক নেমে।

গোপন ভালোবাসা

গোপন ভালোবাসা চলো ভালোবাসি গোপনে মনের অন্তরে এসো ভলোবাসি ভালোবেসে চুপি চুপি আড়ালে

মুখোশ

মুখোশ আশে পাশে ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখোশে ঢাকা কিছু সরিসৃপ ছোবলের তীব্রতা এতো বেশি অনুভূতির সীমা রেখাকে করে অতিক্রম অনবরত মুখোশ পড়া মানুষ নেই মান নেই হুঁশ এরাই কি সেই??? যাদের গল্প শুনেছিলাম মা দিদিমা ঠাকুমার কাছে আর মনে মনে ভেবেছিলাম বড়ো হয়ে ঘোড়ার পিঠে চড়ে এক তলোয়ারের আঘাতে করবো শেষ .......... আজ যখন বহু সময়ের পরে নিজেকে বড়ো ভেবে নিজের চেতনার সাথে হলাম মুখোমুখি নেই অস্ত্র,  নেই সামর্থ্য শুধু বার বার ভুল হলো মুখোশের চটকদারি বুদ্ধি কে করলো ধংশ যেমন রূপকথার গল্পের রাজকন্যার হয়েছিল .... মুখগুলো সব মুখোশ রূপকথার গল্পের এরাই হয়তো সেই রাক্ষস ।।।। মিষ্টি দে

বসন্তের বৃষ্টি

বসন্তের বৃষ্টি  সকাল থেকেই মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা বসন্তের আকাশে কেন এমন কান্না??? মনের কোনায় অনুভূতির নানান রঙের সাধনা তবু কেনো আজ আকাশে এমন ধরন কান্না ??? ফুলের গন্ধে বসন্ত আজ মাটির গন্ধে বসন্ত  তবু কেনো আকাশ জুড়ে মেঘগুলো সব অশান্ত সবার দিকে চেয়ে দেখি ছড়ায় হাসির বন্যা আমার মনে কেন তবে এমন ধরন কান্না ...... 

অন্য কবিতা

অন্য কবিতা আজ কবিতা লেখা হোক বিশ্বাসের রক্তে লেখা হোক কবিতা অনাহারের কষ্টে কবিতা আজ সত্যের কফিনে কবিতা আজ বিফলতার আশ্রয় রং হীন সাদাকালো বিবর্ণ হোক কবিতা  আশ্রয় সেই ছেঁড়া পাতা  বিষাদে মিশুক সুর আলো সে তো বহুদূর  তবু মনে থাক সে কথা  আমার ছেড়া পাতার কবিতা.. .... 

নিরুদ্দিষ্ট

নিরুদ্দিষ্ট এই মেয়ে তুই             হারিয়ে  যা সাত সাগর                পেরিয়ে যা দিগন্তে যা                 মিলিয়ে আকাশের ওই           আবেশে ওই মেয়ে তুই            তাকাস না পিছনে আর             ফিরিস না ওই মেয়ে তুই            উড়ে যা আকাশ কোলে        মিলিয়ে যা শোন মেয়ে তুই        ভুলে যা মাটির আঘাত         ভুলে যা ওরে মেয়ে তুই         চলে যা আকাশ ঠিকানায়    উড়ে যা চোখের জল           ফেলিস না অবুঝ  মেয়ে              কাঁদিস না কঠিন মাটি            ভিজবে না নতুন ফুল              ফুটবে না মিষ্টি  মেয়ে                চলে যা আকাশ কোলে    মিলিয়ে যা......  মিষ্টি দে

সূর্যমুখি

সূর্যমুখি সূর্য শুনতে পাচ্ছ আমার  সূর্য ---- আমি তোমার সূর্যমুখি গো আকাশের কোল ছেড়ে আমার কাছে একটিবার আসবে গো! আজ দেখো বসন্তের আবেশে সবাই কেমন মেতেছে, একটিবার আমার কাছে আসবে গো আজ আর দূর থেকে নয় তোমায় বড়ো কাছে পেতে ইচ্ছে করছে আমার এই হলুদ পাপড়ি তে তোমায়  জরিয়ে ধরতে ইচ্ছে করছে সূর্য আমার সূর্য .....

অবৈধ প্রেম

ছবি
অবৈধ প্রেম মিষ্টি  দে প্রেম কি  সত্যিই অবৈধ  হয়? প্রেমের  বৈধতা মাপা হয় কোন যন্ত্রে? যেমন ভালোবাসার গভীরতা মাপা যায় না, তেমনি কি মাপা যায় না প্রেমের বৈধতা? ভালোবাসার বৈধতা সমাজের সৃষ্টিশীল কর্তা ব্যক্তিদের ধারাবাহিক দৃষ্টি ভঙ্গিতে সৃষ্টি হয় । ভালোবাসার সংজ্ঞাটাও নির্ধারণ করেন তারা "পুরুষ এবং নারীর পরস্পর আকর্ষণ, কাছে আসা, শারীরিক মেল বন্ধন, ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ ।" এর বাইরে কোনো কিছু প্রেম নয় আর বৈধতা!  ধর্ম মিলুক, কাস্ট মিলুক, মিলতে হবে আরো অনেক কিছু ------ আর যদি একে অপরের প্রেমের মধ্যে কেউ হয় বিবাহিত বা দুজনেই বিবাহিত, তাহলে অবৈধতার তকমাটা সহজেই লাগিয়ে দেওয়া যায় । আচ্ছা বলুন তো, কে বলেছে শারীরিক সম্পর্কে প্রেমের পূর্ণতা! আচ্ছা বলুন তো,  কে বলেছে নিয়ম নিতি মেনে প্রেম করতে হবে          আপনারা বলুন তো, কে বলেছে নিয়ম মেনে ভালোবাসতে হয়? আর যেখানে ভালোবাসার প্রশ্ন সেখানে তো একা একাও ভালোবাসা যায় । যদি  তা না যেতো তাহলে কিসের উদ্দেশ্যে আপনি ভগবান কে ভালোবাসেন???  নাকি সেটা পুরোটাই স্বার্থ???? স্বামী , স্ত্রী একই সাথে থেকেও দুজনে অপরিচিত । কিছু