পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমার মন

তোমার মন মিষ্টি দে শুনছো,  কবে থেকে খুঁজছি নীল আকাশে তাকিয়ে খুঁজি ফুলের গন্ধে খুঁজি সাগরের ঢেউয়ে, চাঁদের আলোয় নক্ষত্রের ছবিতে খুঁজে পাচ্ছিনা জানো - মেঠো পথের ধার ধরে গোধূলি আলোয় অঝোর বৃষ্টির শব্দে কোথায় হারিয়ে গেলো? সকল শুন্যতার মাঝেও যাকে সবসময় আঁকড়ে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছিলাম আজ কোথায় হারিয়ে গেলো বলোতো ! তুমি অমন করে চেয়ে আছো কেনো? তোমার চোখের প্রশ্নে তাকে পাবো? তোমার কাছে একটু আসবো? যদি তোমার শরীরের গন্ধে তাকে পাই সে যে খুব প্রিয়, খুব আপন আমার কোন অবসরে, কোন অছিলায় কোথায় হারিয়ে গেলো? দেবে খুঁজে?  দেবে আমায়? সে যে আর কিছু নয় সে যে "তোমার মন "3/10/2019.. 21:30

আকাশ প্রদীপ

আকাশ প্রদীপ মিষ্টি দে তোমার আকাশে আকাশ প্রদীপ দেখতে পেয়েছো কি??? তোমার আমার ভালোবাসার আলো জ্বেলেছি. যতই ঝড়, যতই মেঘ আসুক আকাশ  পথে আলোর শিখা পথ দেখাবে থাকবো মনে সাথে. মনের আকাশে আমি আছি দূরের তারা হয়ে দিনের শেষে চেয়ে দেখো সকল কাজের শেষে....30/10/2019.. 14:52

নষ্ট জীবন

নষ্ট জীবন মিষ্টি দে বেঁচে থাকাটাই মূল্যহীন বেঁচে থাকাটাই নিরাশা বেঁচে থাকাটাই জীবন মাঝে মৃত্যু কে কাছে পাওয়া বেঁচে থাকাটাই  আপোষ শুধু বেঁচে থাকাটাই কঠিন বেঁচে থাকাটাই আলো হীন অন্ধকারে মরা বেঁচে থাকাটাই স্মশান ভূমি প্রেতাত্মার কোলাহল বেঁচে থাকাটাই আর কিছু নয় শুধুই চোখের জল....   24/11/2019

নারী

নারী মিষ্টি দে আমি নারী রামধনুর রং মাখানো আমার হৃদয় সেখানে বেড়ে উঠেছে একান্ত আমার ইচ্ছে পাখি যে তার ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় মেঘের রাজত্ব পার করে আমার স্বপ্নের আকাশে আমি নারী ভয়ে ভয়ে বাঁচা আমার চরিত্রের অপহরণ  হয় প্রতিনিয়ত   আমার পবিত্রতায় প্রশ্ন ওঠে অসংখ্য হাজার বার আমি নষ্ট হই নষ্ট নিয়মের কারাগারে আমি নারী আমার স্বপ্নের ইচ্ছায় লোহার শিকল জন্ম মুহূর্তে নির্ধারিত হয়ে যায় উচিৎ অনুচিতের নিয়মাবলী সেই নিয়মের ঘেরাটোপে যদি বাঁচি, আমি আদর্শ, আমি প্রকৃত নারী নিয়মের বাইরে একটা পদক্ষেপ মুহূর্তে তকমা আঁটে স্বেচ্ছাচারী আমি নারী আমি ধর্ষিত হই প্রতিনিয়ত আমার স্বপ্নের আর্তনাদ ইচ্ছে পাখির ডানা ঝাপ্টানো গুমড়ানো কান্নার শব্দে বেড়ে ওঠা আমি নারী আমায় স্বপ্ন দেখতে নেই উড়ে বেড়াতে নেই নিজের ইচ্ছায় লুকিয়ে রাখতে হয় নিজেকে নারী খাদকের দৃষ্টি থেকে একই প্রজাতি হোমোসেপিয়েন্স নারী মাংস, নারী শরীর বড়ো সুস্বাদু, তাড়িয়ে তাড়িয়ে খায় আমি নারী মন বিহীন শিকলে আবদ্ধ প্রাণী...2/12/2019... 10:36

সন্ধিক্ষণ

সন্ধিক্ষণ মিষ্টি দে শেষের পথে পা বাড়িয়ে নতুন শুরুর ডাক কোন পথেতে চলবে জীবন কোন পথের ই বাঁক স্মৃতির পাতায় লেখা থাকুক বিদায় বেলার সুর নতুন সকাল ডাকছে দেখো নেই তো সে আর দূর.21/12/2019.. 13:27...

মেলা

মেলা মিষ্টি দে ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয় অনেক না পাওয়া,  পাওয়ার মোড়কে আপনি ধরা দেয় ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয় জীবন মেলায়   নানান কথার নাগরদোলার ঘোর পুতুল নাচের মঞ্চে যেন নানান হুল্লোড় জীবন মেলায় নানান সাজে জীবন সাজায় চিত্র নতুন করে নিজেকে খুঁজি নানান বৈচিত্র মরণ কূপের খেলায় দেখি রোজ মৃত্যু ভয় খেলার শেষে নিজেকে পাই, অজেয়  মৃত্যুঞ্জয়. ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয়.....  16/3/2020 20:26

সংযম

সংযম মিষ্টি দে আয়রে বোকারা ঘরে আয় এসেছে  ভাইরাস তোকেই চায় মাছ মাংস অনেক খাবি প্রাণ টা যদি বেঁচে যায় থাকরে পাগল ঘরে থাক করোনা ভাইরাস পালিয়ে যাক  সারা বিশ্ব লোপাট হোলো বেঘোরে সব প্রাণ টা দিলো ওরে বোকারা ভেবে দেখ বিশ্ব টাকে চেয়ে দেখ এবার বুঝি তোদের পালা শুরু করবি মৃত্যু মেলা এখনো একটু সময় বাকি আত্নাটাকি জাগলো নাকি? সারা জীবন অনেক খেলি এবার না হয় রেহাই দিলি আকাশ হবে মেঘ মুক্ত হাসবে সবাই বিশ্ব মুগ্ধ সেই দিন না হয় বেরিয়ে আসিস কব্জি ডুবিয়ে খেতেই থাকিস আজকে নাহয় অল্প খেলি দোকান বাজার নাই বা গেলি দেশ ভক্তি একটু দেখা সংযমে থেকে মানুষ বাঁচা..... 25/3/2020...22:17

কুয়াশা

কুয়াশা মিষ্টি দে কোথায় যেন সব থেকেও নেই কোথায় যেন শুন্যতা ভিড়ের মাঝে কোথায় যেন পাওয়া না পাওয়ার হিসেব মেলেনা কিছুতেই কোথায় যেন সব বাসনার শেষ কোথায় যেন হাড় গিলগিলে ছেলেটা খাবারের প্রত্যাশায় এঁটো পাত ঘেঁটে বেড়ায় দিনরাত কোথায় যেন সেই মেয়েটি সিগন্যালে দাঁড়িয়ে প্রলুব্ধ হাসি - কোথায় যেন হাসির আড়ালে কান্না ঘুমায় নীরবে কোথায় যেন রাত শেষ হয়না কোনোদিন রাতের কথা বলতে সেই দিনের ছলনা কোথায় যেন ছলনা ভুলতে ছলনার ছায়া আমাকেও জড়িয়ে আছে না জানি কবে থেকে ছলনার কায়া..... 20/01/2020.. 6:57pm.

অবগুণ্ঠিতা

অবগুণ্ঠিতা  মিষ্টি দে শুনে যাও পথিক- অবগুণ্ঠিতার গল্প শুনে যাও চাঁদের আড়ালে লুকিয়ে থাকা কলঙ্কের কথা শুনেছ- অথবা বেহিসাবি  অঙ্ক পথিক তুমিও কি পথ ভুলে এসেছিলে কখোনো- কখোনো কি ভুলেছ নিজেকে- কখোনো কি জেনেশুনে পুরেছ আগুনে- পথিক অবগুণ্ঠিতা হারিয়েছে নিজেকে বারংবার আগুনের শিখায় জ্বলেছে প্রদীপের সলতের মতো   তবু অবগুন্ঠনে ঢাকা লজ্জা অতি যত্নে লালন করেছে মনের অন্তরালে আজ ঝোড়ো হাওয়ায় রাগ অনুরাগ,  অভীমান  উন্মুক্ত অবগুণ্ঠিতা অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত শুনছো পথিক- হায়রে! হেরে যাওয়া সৈনিকের মতো অবগুণ্ঠিতা অবশেষে হেরেই গেলো-27/02/2019.21:09pm.

জিজীবিষা

জিজীবিষা   মিষ্টি দে পৃথিবী ছুটছে     দুর্বার গতিতে ধ্বংসের দিকে   প্রতি পলে পলে হাসছে অলক্ষে  ঈশ্বর বলো যারে মানুষ মরছে       পিপিলিকা সম         বিজ্ঞান কুপোকাত পৃথিবী ছুটছে      দুর্বার গতিতে আধুনিকতার      ধ্বংস স্তুপে ইতিহাস ফেরে     শত বছরের জীবন মৃত্যু         খেলা মহাকালের বয়ে নিয়ে চলা    কার ইঙ্গিত           বিজ্ঞান কুপোকাত পৃথিবী ছুটছে       দুর্বার গতিতে ধ্বংসের দিকে      প্রতি পলে পলে প্রতি জনগণ        সৈনিক আজ লড়াই লড়ছে       নিয়তির সাথে বিজ্ঞান আজ      সাদা পোশাকের        ভগবানের হাত ধরে   শত বছরের       অভিশাপ ভেঙে          নব  ইতিহাস গড়ে. পৃথিবী ছুটছে       দুর্বার গতিতে           নতুন আলোর পথে   নতুন পৃথিবী         দু হাত বাড়িয়ে                সাদর আমন্ত্রণে বাঁধা বিপত্তি          ধুলায় মিলাক              জয় গান লেখা হবে পরাজিত হবে        সর্বনাশের ভয়              বিজ্ঞান জিতে যাবে.... 24/3/2020....8:13pm

মনে রেখো

মনে রেখো মিষ্টি দে মনে রেখো তোমার বন্ধু ছিলাম আমি, আবোল তাবোল অনেক কথার সঙ্গী ছিলাম আমি মনে রেখো তোমার বন্ধু ছিলাম আমি. বৃষ্টি ভেজা সেই বেলাতে আঁকড়ে ছিলাম আমি মনে রেখো  তোমার বন্ধু ছিলাম আমি মনে পরে সেই কথাটা বলতে কতো সময় লাগে তিনটি বছর বুকের ভেতর আটকে ছিলো জানি তখনও তোমার বন্ধু ছিলাম আমি তোমার চোখের পাতায় পাতায় থাকতে সাধ জাগে তোমার মনের মন্দিরেতে ইচ্ছে হয়ে থাকে জীবন মরণ তুচ্ছ মানি মূল্য হীন সব জন্ম জন্ম শুধু তোমার বন্ধু ছিলাম আমি যেখানে আমি সেখানে তুমি এটাই নিয়তি জীবন, মৃত্যু .একই সাথে জড়িয়ে থাকবো আমি মনে রেখো জন্ম জন্ম শুধু "তোমার" বন্ধু ছিলাম আমি   .... 24/3/2020 12:32am.