পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাঙ্গন

MISTI DEY (মিষ্টি দে) ভাঙ্গন  মিষ্টি দে  ভাঙছে যখন ভাঙতে দাও  বিশ্বাসের প্রাচীর  শেষের যুদ্ধ মনের মননে   স্বপ্নে ধরেছে চীর  ঘসা কাঁচে ছবি উঠছে ফুটে  ঝাপসা আলিঙ্গন  বিচ্ছেদের সুর উঠছে বেজে আঁচড়ে আঘাতে মন। নব আবেগের নব চেতনার  নতুন সে আবেশ  ভাঙনে নতুন ফুল ফুটেছে পড়ে আছে অবশেষ। যত্নে কুড়িয়ে আদরে লালনে  গড়বার বৃথা প্রয়াস  ভাঙুক তবে, শেষ হোক সব,  মৃতের শেষ নিঃস্বাস।

সম্পর্ক

MISTI DEY (মিষ্টি দে) সম্পর্ক  মিষ্টি দে  আকাশের উপস্থিতি যেমন  মানলে আছে  নইলে অনন্ত শুন্য। সম্পর্কের দায় ও তেমনি  মানলে আছে, যেমন বিস্তীর্ণ আকাশ,  দিগন্তের মরীচিকা  মানলে আছে নতুবা  শুন্যের হাহাকার। সম্পর্ক?  সেও বিনি সুতোর গাঁথা মালা মানলে কঠিন সে বন্ধন  নইলে পলকা সুতোর খামখেয়ালি।

মহাকাব্য

MISTI DEY (মিষ্টি দে) মহাকাব্য  মিষ্টি দে  আকাশ পারে সেই ছোট্ট বাড়ি  আমার ঠিকানা  পথ হারিয়েছি, পথ ভুলেছি  জানা অজানা - দিশা হীন ওই আকাশ পাখি  কোথায় উড়ে যায়  নিরুদ্দেশের পথে সে নিজেকে ভাসায়। তারার মেলায় হারায় আলো  এ কেমন ছলনা  জীবন পথে শুষ্ক হাসি  নবীন ললনা  ওইযে ওই তারার পতন  আকাশ আঁকে পথ  সেই পথেই তার আলোর দিশা  রামধনু হয় নত আবোল তাবোল জীবন পঞ্জি  রোজ নামচা যত  জীবন শেষে সবই শুধু   আবর্জনার মত তবুও নতুন কবিতা সৃষ্টি  নতুন উপন্যাস  দিনের পরে দিনের কাব্য  যেন লিখছে বেদব্যাস।