পোস্টগুলি

মার্চ, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রঙ দেবে গো

একটু রঙ দেবে গো রঙ খুব বিবর্ণ  লাগছে গো ও গাছ, তোমার পাতার ওই সবুজ  রঙ টা একটু দেবে গো? দেখো , আমার মনে আজ কোনো রঙ নেই ও আকাশ শুনতে পাচ্ছ মেঘের আড়ালে, নীলের চাদরে কত না রঙ লুকিয়ে রেখেছ! একটু দেবে গো? মনে আমার রঙ নেই গো আজ ও সাগর, ও পাহাড়, ও ধূসর মরুভূমি একটু রঙ দিও গো আমায় আমার মনটা বিবর্ণ আজ ও কবি একটু রঙ দেবে গো তোমার মনের ওই সবুজ, ওই নীল, ওই লাল রঙ টুকু, তোমার  সৃষ্টির নিত্যি নতুন রঙ এর থেকে একটু অংশ আমায় দিও ও কবি দেখো, আমি শূন্য, রিক্ত আমার মন একটু রঙ দেবে গো? তোমার মনের ওই সবুজ রঙের ছোঁয়ায় তারুণ্যের নেশায় মাতবো তোমার দেওয়া নীলের স্পর্শে  ব্রমহের উপলব্ধি আর ওই হলুদ, জন্ম জন্মান্তরে বন্ধুত্ব আর তোমার মনের লাল রঙটুকু ভালবাসার কথা বলবে, দেবে গো? আমি রঙের কাঙাল আমি ভিখারি আজ একটু রঙ দাও না গো। একি এতো সবুজ নয় এতো নীল নয় ,নয় হলুদ শুধু লাল!! একটা লাল রঙের স্রোত যেন শরীরের মনের কোনায় কোনায়  ভরে উঠেছে কবি একি ভালবাসার রঙ?? আ!!! তবে এ কষ্ট কেন? কেন মনে হচ্ছে দুমড়ে মুচড়ে মনটাকে কেউ নিংড়ে নিচ্ছে মনে হচ্ছে অশ্রু নয় উপহাসের রক্তিম  হাসি ঝরে পড়

নতুন শুরু

চলো আরও একবার  শুরু করি শূন্য থেকে আবার পথ চলি আবার তোমায় নতুন করে চিনি আবার তুমি ডেকে  বলো এই সাথে চলবে কি??? আবার বৃষ্টি আসুক ভিজিয়ে দিক মন আবার ফুল ফুটুক আবার তুমি ডেকে বলো এই কাছে আসবে কি? ? চলো আরও একবার মনের কথা বলি আরও একবার আমায় কাছে নাও আরও একবার তোমার আদরে স্নান আরও একবার তোমার অধিকার এবার আর জিতবো নাগো হারতে চাই আমি আসুক ঝড় ভাঙুক সব হোক সব একাকার ....

উদ্বোধন

উদ্বোধন হে শিব, সাস্বত সত্যের প্রতিকি তোমার দীপ্ত  তেজ, আজ মনের দরজা ভেঙে অবচেতন কে নাড়া দিয়েছে দীর্ঘ ঘুমের ভাঙন ধরেছে অলসতার প্রাচীর পড়েছে ধসে শিব শম্ভু,  তোমার ডমরু উঠেছে বেজে গুড়ু গুড়ু গুড়ু গুড়ু তার তালে তালে প্রতিটি রক্ত বিন্দু উঠছে নেচে - ওই দেখো, আকাশের বুক চিরে বিদ্যুত্  উঠছে খেলে সৃষ্টি হোক বা ধংশ প্রলয় হোক বা নির্মান আজ নতুনত্বের নেশায় মাতাল হয়ে উঠেছে মন শস্বানের ভস্ম থেকে জেগে উঠেছে প্রান্ত আজ সত্যের উদ্বোধন কাল রাত্রির অভিশাপ পেরিয়ে শুধু আজ তোমার আরাধনা হে শিব, সাস্বত সত্যের প্রতিকি তাতে যদি হারিয়ে যায়  সারা জীবনের একটু একটু করে  জমানো রসদ- যাক তবে! যদি হারিয়ে যায় শেষ জীবনের শক্তিটুকু যাক তবে! মৃত্যু আসুক - মাতৃত্বের ভালবাসা নিয়ে ........

নিঃশব্দ

থাক সব যা ছিল মনের ক্যানভাসে চাপা থাক শব্দের  আলোরণে  তুচ্ছ অভিমান  বিসর্জন  যাক গড়িয়ে পরা নোনা জলের গভীরে হাসি থাকুক ঠোঁটে মিথ্যা সুখের বার্তা আনুক বয়ে সুখের মুখোশে চাপা থাক ফল্গু নদীর কান্না চিরকালীন চিরকালের মতো...

ছবিতে কবিতা

ছবি

স্বপ্নের লাইব্রেরি

ছবি
স্বপ্নের  লাইব্রেরি মিষ্টি  দে মনে আমার স্বপ্ন ঠাসা যেন স্বপ্নের লাইব্রেরি কিছু গেছে ছিরে কিছু পোকায় দিয়েছে কেটে কিছু আজও আছে অক্ষত লাইব্রেরি তে এসে স্বপ্নের খোঁজ এখন আর করেনা কেউ তবু জমা হয়, নতুন নতুন স্বপ্ন নতুন আশা আকাঙ্খার বাহক আমি সেই লাইব্রেরির শিব রাত্রির সলতে সারাক্ষণ ধরে স্বপ্নের আলমারি রাখি গুছিয়ে ছেরা স্বপ্নের পাতায় ঝাপসা হয়ে যাওয়া লেখায় হারিয়ে যেতে থাকে মনের না জানা ইতিহাস জমা হয় নতুন স্বপ্ন পথ চাওয়া হয় শুরু হয়তো কেউ আসবে যার কাছে আছে এর মূল্য আপন করে নেবে, নতুন পুরাতনে ঘেরা কোনো স্বপ্ন নিয়ে যাবে সাথে স্বপ্ন পূরণের ঠিকানায় ..........

নতুন স্বর্গ

 উপলব্ধি আর চেতনা যখন পথ আটকে দাঁড়িয়ে তখন মন চায় চিৎকার করে বলি আমি নির্বোধ হতে চাই আলোয় আলোয় সত্য যখন প্রকাশ্যে আমি তখন অন্ধকারের মৃদু আলোয় মিথ্যা হতে চাই আমি কবরের মধ্যে নেব নিঃশ্বাস আমি অপরিচিতের ভিরে যাব হারিয়ে অপহরণ করবো নিজ আত্মা ছুড়ে দেব মেঘের রাজত্ব পেরিয়ে অন্য কোথাও নতুন স্বর্গের বীজ রোপণ ......

অবচেতন

রাতের প্রহর যায় পেরিয়ে বাইরে কুকুরের ডাক জানিয়ে চলে শুধু তুমি  না জেগে আছি আমি ও। আধ ভাঙা চাঁদের আলো জানলার পর্দার আরাল থেকে বুকের ওপর এসে পরেছে হয়তো হৃদয়ের গোপন বাসনাটা জানবার চেষ্টা করছে বুকের ওঠা নামায় হয়তো কিছুটা ইতস্তত রাতের গভীরতা যাচ্ছে বেড়ে আকাশের রং যাচ্ছে বদলে মনের রং কখনো বদলায় কেউ বলতে পারো??