“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

"যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" মিষ্টি দে বিয়ের আসরে হাজার মন্ত্র কিছু বুঝেছিলাম কিছু অবোধ্য. তবু মাথার গহ্বরে যেটা ঢুকেছিলো চেতনার স্পর্শে যা ধরা দিয়েছিলো "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" বছরের পর বছর গেলো পেরিয়ে , একে অপরের হৃদয়ের খবর কতটুকু পেলাম আজ সেটাও অবোধ্য. সব যেনো ফিকে হতে হতে রঙ বিহীন বিবর্ন চালচিত্র. "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" জীবনের অনুভূতি সকল হৃদয় যন্ত্রে বেকার বিকল ভালোবাসা বিহীন কর্তব্যের বোঝা বয়ে বয়ে কোনোমতে জীবন যাপন. তবু জীবনের প্রবাহে জীবন গড়িয়ে চলে নানা তালে ছন্দ বদ্ধ, ছন্দ বিহীন কেটে যায় সুখ দুঃখের দিন. "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব "