পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবন মৃত্যু

জীবন মৃত্যু মিষ্টি দে বেঁচে থাকাটাই মূল্যহীন  বেঁচে থাকাটাই নিরাশা  বেঁচে থাকাটাই জীবন মাঝে  মৃত্যু কে কাছে পাওয়া  বেঁচে থাকাটাই  আপোষ শুধু  বেঁচে থাকাটাই কঠিন  বেঁচে থাকাটাই আলো হীন  অন্ধকারে মরা  বেঁচে থাকাটাই স্মশান ভূমি  প্রেতাত্মার কোলাহল  বেঁচে থাকাটাই আর কিছু নয়  শুধুই চোখের জল....  মিষ্টি দে 24/11/2019

একুশে নভেম্বর

ছবি
একুশে নভেম্বর মিষ্টি দে আমার হৃদয় তোমার হৃদয় মাঝে স্থান পেয়েছে অনেক কাজের ভীড়ে. তোমার হৃদয় কখন চুপিসারে সিঁধ কেটেছে আমার মনের ঘরে. পুরোনো দিনের হাজার অনেক কথা পড়ছে মনে, জমছে শুধু ব্যাথা কত না দিন, কত না রাত্রী কাটে তোমার কথা শুধুই মনে করে. ভাবনা হাজার, হাজার জমা কথা বোলবো তোমায় যেদিন হবে দেখা. ইচ্ছে করে হেরেছি বার বার হারাবে আমায়, এমন সাধ্যি কার তুমি আমার মন প্রাসাদের চোর ভাবছো বুঝি এই বুঝি হয় ভোর মনের সাথে মনের কথা কত না উঠলো ঝড় মনে কি আছে সেদিন ছিলো একুশে নভেম্বর  .....

দীপাবলি

ছবি
" #Click on below link to read full story" দীপাবলি মিষ্টি দে আলোর খোঁজে বেরিয়ে ছিলাম পথে অমাবস্যার রাতে. জাগছে কুকুর শেয়াল বনের মাঝে নিশীথ পেঁচা গাছের ডালে বসে. উড়লো বাদুড় ঈশান কোন হতে আলোর খোঁজে বেরিয়ে ছিলেম পথে. দীর্ঘ পথ চলছি পায়ে হেঁটে আলোর দেখা নেই যে কোনোখানে হটাৎ দেখি দীঘির পাশের মাঠে সাজানো এক ছোট্ট কুড়ে আছে মাটির দিয়া জ্বলছে শত শত আকাশ মাঝে নক্ষত্রের মত পায়ে পায়ে এগোই ধীরে ধীরে প্রবেশ করি হাজার আলোর মাঝে কে জ্বেলেছো হাজার দিয়া এমন? প্রশ্ন করি দাঁড়ায়ে প্রাঙ্গনে দরজা ঠেলে বেরিয়ে এলো কে? কেমন যেনো চেনা চেনা লাগে দেখছি যেনো নিজের মতন কেউ মন সাগরে হাজার কথার ঢেউ কে তুমি গো আমার সামনে এলে কেমন যেন চেনা চেনা লাগে দৃঢ় কণ্ঠে জবাব দিলো সে কন্ঠ কেমন ভীষণ চেনা লাগে আমি তোমার মনের অন্তরালে ঘুমিয়ে ছিলাম অনেক দিন ধরে আজকে তুমি অনেক দিনের পরে আলোর খোঁজে বেরিয়ে এলে পথে ঘুম ভাঙলো কাটলো বাঁধা যত জ্বললো দিয়া হাজার শত শত ওই দেখো ওই পূব আকাশের মাঝে আলোর রেখা কেমন উঠছে ফুটে অমাবস্যা হারলো আলোর কাছে জ্বললো আলো অন্ধ জীবন মাঝে....

চাঁদ আমার

ছবি
 চাঁদ আমার মিষ্টি দে চাঁদের মাঝে তোমায় দেখেছি ভালোবাসার আদরে তোমায় পেয়েছি আলো আঁধারি আবছায়া মনের গোপন আড়ালে ভালোবাসি ভালোবাসি একাই বলেছি চাঁদের মাঝে তোমায় দেখেছি. আমার তোমার গোপন কথায় বাধ সেঁধেছে মেঘ তাই হয়তো ভুলেই থাকো হয়েছে বিদ্বেষ! চাঁদের আলো এই ভুবনে থাকবে যতদিন মনের মাঝে আলো করে তুমি থাকবে প্রতিদিন. চাঁদের মাঝে তোমায় দেখেছি সত্যি বলছি তোমায় আমি বড্ড ভালো বেসেছি.... मेरा चांद मिष्टी डे मूल बांग्ला से अनुवाद..  अनुवादक... देवदीप मुखर्जी**** बीच चांद के तुम्हें देखा है  प्रेमिल स्नेह में पाया है तुम्हें  धुंधली होती छाया  मन के छिपे तहखाने में अकेले में ही बोलती तुमसे करती हूँ प्रेम चांद के बीच देखा है तुम्हें..  मेरी तुम्हारी गोपन कहानी में बाधा है यह मेघ इसीलिए शायद भूल गए हो हुआ है विद्वेष ! जितने दिन रहेगी चांदनी धरा पर रहोगे तुम हर पल रोशन किए यह मन बीच चांद देखा है तुम्हें  सच कहूँ मुझे तुमसे मुहब्बत है बेपनाह ¤¤¤¤¤¤

চাঁদ

ছবি
#Click the below link to read the full poem  চাঁদ মিষ্টি দে আকাশের কোলে হেসে ওঠা চাঁদ ধর্মের বেড়াজাল ভেঙে দেওয়া চাঁদ হ্যাঁ আমি সেই চাঁদ যার রূপের লাবণ্য কবির কবিতায় ঠাঁই পায় হ্যাঁ আমি সেই চাঁদ, হাজার প্রেমের নীরব সাক্ষী. পূর্ণিমার স্ব মহিমান্বিত চাঁদ অমাবস্যার অন্ধকারের লুকোচুরি খেলার সঙ্গী আমি চাঁদ ছেলেবেলার গল্পে দিনরাত চরকা কাঁটতে থাকা সেই থুরথুরে বুড়ি হ্যাঁ আমি সেই চাঁদ আমি এক অদ্বিতীয়ম ঈদের চাঁদ অথবা করবা চৌথ আমি এক সেই পুরাতনী তোমাদের সকলের হৃদয়ের চাঁদ.

সব ই আজ মিথ্যে

ছবি
সব ই আজ মিথ্যে মিষ্টি দে বেকার জীবন চলছে কেমন সকাল বিকাল সন্ধ্যে ঘুমের দেশে রঙিন বেশে সব ই আজ মিথ্যে. ভালোবাসার আতুর মন ভাঙলো বিনা শব্দে ঘুমের দেশে স্বপ্ন বেশে সবই আজ মিথ্যে. পেটের কামড় ভীষণ এমন মরছি বিনা খাদ্যে ঘুমের দেশে চাঁদের আলো সুখের কথা বলছে. বেকার জীবন ছুটছে এমন মরণ বুঝি ডাকছে সর্বনাশের শেষ খেলাটা এবার শুরু করছে. নকল মন আর নকল আশা নকল ভালোবাসা ঘুমের দেশে ও স্বপ্ন এখন মিথ্যা শুধুই বলছে.