মেঘের বুকে অভিমান থাক

মেঘের বুকে অভিমান থাক অঝোর বর্ষার ধারা, রাতের অন্ধকারে, নোনা জলে মিশে মিলিয়ে যাক। মেঘের বুকে অভিমান থাক মিথ্যা ভালোবাসার মিথ্যা স্বপ্ন অঝোর বৃষ্টির ধারায় শুষ্ক মৃত্তিকার রুক্ষ বক্ষে নিজের পরিচয় খুঁজে পাক থাক মেঘের বুকে অভিমান লুকিয়ে থাক।