পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘের বুকে অভিমান থাক

ছবি
মেঘের বুকে অভিমান থাক অঝোর বর্ষার ধারা,  রাতের অন্ধকারে,  নোনা জলে মিশে মিলিয়ে যাক। মেঘের বুকে অভিমান থাক মিথ্যা ভালোবাসার মিথ্যা স্বপ্ন  অঝোর বৃষ্টির ধারায় শুষ্ক মৃত্তিকার রুক্ষ বক্ষে নিজের পরিচয় খুঁজে পাক থাক মেঘের বুকে অভিমান  লুকিয়ে থাক।

আদর

আদর মিষ্টি দে তোমার আদর আমার মনে একটা চুমু চায় বৃষ্টি হয়ে আমার গাল আলতো ছুঁয়ে যায়  তোমার আদর আমার মনের  বিনি সুতোর মালা ছিরতে চাইলেও ছিরবেনা যতোই জোর লাগা। আমার আদর তোমার মনে ফল্গু স্রোত ধারা ভুলতে চাইলেও ভুলবি কি আর  বইবে আপন ধারা।।

বৃষ্টি

বৃষ্টি  মিষ্টি দে কাঁদছে আকাশ কাঁদছে বাতাস  কাঁদছে গ্রহ তারা কাঁদছে মন বাঁধন হারা স্বপ্ন সৃষ্টি ছাড়া  এই জীবনের  কক্ষ পথে সুখ দুঃখের  ঘোরা  ভাঙছে মন বারংবার   আবেগ কফিনে মোরা

অর্থ

অর্থ  মিষ্টি দে শুনছেন আপনাদের বলছি জীবনের সত্যি টা কি! উত্তর পেলাম খুঁজে । খুব সহজ উত্তর জানেন। হারিয়ে ফেলা। ছোটো থেকে কত কি হারিয়েছি। পছন্দসই খেলনাটা, জমিয়ে রাখা টিকিটের বান্ডিল  সেই পছন্দের চুলের ক্লিপ সেই প্রিয় বান্ধবী  আরো কত কি। বড়ো হবার সাথে সাথে আরো মূল্যবান সব হারিয়ে যেতে লাগলো সেই মায়ের ঘড়ি টা যেটা চুপিচুপি পড়েছিলাম  সেই স্বপ্ন টা কৈশোরের উন্মাদনায়  জন্ম নিয়েছিলো মনের গভীরে  তারপর একদিন হারিয়ে ফেললাম  জীবনের সেই প্রিয় মানুষটাকে যাঁর হাত ধরে হাঁটতে শেখা। শুনছেন আপনারা একদিন হারিয়ে ফেললাম  নিজের মধ্যে যত্নে লালন করা মনকে এই প্রথমবার কিছু হারিয়ে  খুব আনন্দ হয়েছিলো,  সত্যি বলছি আপনাদের তবে এতো কিছু হারিয়ে ফেলবার মধ্যে ও পেয়েছি আপনাকে, আপনাকেও  আমার হারিয়ে ফেলবার গল্প শুনছেন    অবশেষে জীবনের শেষ কালে শেষ বারের মতো আরো কিছু হারিয়ে  ফেলতে হবে। শেষ বয়ে চলা শ্বাস বায়ু ।

আশ্রয়

ছবি
আশ্রয়  মিষ্টি দে মা তোমায় ছাড়া জীবন আমার  শূন্য মরুভূমি সারা জীবন থাকবো সাথে  আমি আর তুমি আমি তোমার ছোট্ট চারা  হৃদয় মাঝে রই  আমায় নিয়ে তোমার খেলা  অকারণ হই চই ।। তুমি আমার হৃদয় জোড়া  অফুরান ভালোবাসা তুমি আমার স্বপ্ন আকাশ  একমাত্র আশা তোমার সাথে নিত্য আড়ি অকারণ রাগারাগি  দিনের শেষে আবার তুমি  আমার মনের সাথী । জীবন আমায় আঘাত দেয় মা  ক্ষত বিক্ষত মন তোমার কোলে মিলায় দুঃখ  মেলে শান্তি অনুক্ষণ ।।

মাধ্যাকর্ষণ

ছবি
মাধ্যাকর্ষণ  মিষ্টি দে যত কাদা মাখামাখি যত দুঃখ যত ব্যথা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হতে ব্যর্থ । সুনির্মল আকাশের দিকে তাকিয়ে তাই ভাবতে থাকি - মাধ্যাকর্ষণের টান মহাকাশের স্নায়ুতে স্নায়ুতে যদি থাকতো যদি নীল আকাশের গভীর বুকে মুখ লুকিয়ে মনের অন্তরালে বয়ে চলা ফল্গু  নদীর অভিশাপ থেকে চিরকালের মতো  মুক্ত হতে পারতো, অনন্ত মুক্তির রোজ প্রার্থনা । অসংখ্য তারার আলোচ্ছটায় কালপুরুষের পাহারায় সপ্ত ঋষির আশীর্বাদে ধ্রুবতারার পথ নির্দেশে জীবন পথের ছবি যদি মেঘ আকঁতো মহাশক্তির প্রণয়ে , নব সৃষ্টির লালসায়, বার বার আপন করতাম সহস্র আঘাত । তবু পৃথিবীর আকর্ষণ থেকে  দূরে বহু দূরে। প্রাণহীন পৃথিবীর মুখোশে ঢাকা সুখের মরীচিকা কে করে তুচ্ছ আশ্রয় খুঁজতাম নীল আকাশের বুকে ।।

আবোল তাবোল কথা

ছবি
আবোল তাবোল কথা সব যে বাতুলতা  সময়ের শুধু হাঁটা  বাড়ছে ব্যাকুলতা  সময় হচ্ছে শেষ  নেই যে অবশেষ  হয়েছে শেষ কথা আবোল তাবোল বলা এবার তাহলে আসি বিনিময় শুধু হাসি আসল নকল থাক না ভেতরে লুকিয়ে রাখি না ওপরের ছবি দেখো- না সত্য আড়াল থাক না ।।

শুন্য না পূর্ণ

ছবি
শুন্য না পূর্ণ  মিষ্টি দে  সম্পর্কের ইতি  ভালোবাসার স্মৃতি  আঁকড়ে পাকড়ে ধরা  জমতে থাকা চরা  তোমায় ভালোবাসি  হারিয়ে গেছে বাঁশি  ডুবতে আমি রাজি  দুঃখ মাঝে আমি  শেষের সুরে গান  হারালো আজ প্রাণ  আবার শুরু  শুরুর  অপেক্ষা সেই সুদূর  শুন্য  ঘট  পূর্ণ  না পূর্ণ ঘট শুন্য....

হারানো ছন্দ

ছবি
হারানো ছন্দ মিষ্টি দে কবিতা আমায় ছুটি দিয়ে পারি দিয়েছে মহাকাশে হাতের মুঠোয় নিষিদ্ধতা এঁকেছে গোপনে কলমের ঘিসপিস, ফিসফিস কাগজের সাথে আর শোনা যায় না, বহুদিনের প্রেমে ছেদ পরেছে । কবিতা আমায় ছুটি দিয়ে পারি দিয়েছে মহাকাশে। পৃথিবী তার করুন দৃষ্টি তে দেখছে আর ভাবছে শস্য শ্যামলা তার এই হৃদয় কে বার বার কেনো এত ক্ষত বিক্ষত হতে হয় শুষ্ক প্রাণহীন মহাকাশের এত আকর্ষণ? কাগজের পতপত আওয়াজ , তার হৃদয় গহনে , কষ্টের বীজ বুনে চলেছে । কবিতা আমায় ছুটি দিয়ে পারি দিয়েছে মহাকাশে।। Next poem

সৌর ঝলক

ছবি
সৌর ঝলক  মিষ্টি দে  আজ ও শুনি ভোরের গল্প  লাল সূর্যের উষ্ণতা  শুকতারার অবলোকন   আকাশের কোল ঘেঁষে  ঘোড়ার পিঠে চেপে  রোজ ভোরের দায়িত্ব পালন  আজ ও শুনি ভোরের গল্প  অনুমান করি পক্ষীরাজ ঘোড়ার  ডানার শন্ শন্ আওয়াজ  মেঘের রাজ্যের পথ অতিক্রম করে  পৃথিবীর রাজ্যে আগমন  পিতামহ ব্রহ্মার আদেশে  করতে হবে গুরু দায়িত্ব পালন । কিন্তু আর কতকাল, কত বছর, কত দিন একঘেয়েমি জীবনের বোঝা টানবার অভিশাপ  থেকে মুক্তি প্রার্থনা । ভেতরের প্রশমিত আগুন আরো ঘনীভূত  আরো তীব্র, আরো ক্ষিপ্ত  ভেতরের ক্ষোভ বেরিয়ে  আসে মূহুর্তে  পৃথিবীর বায়ুমণ্ডলকে ছিন্ন করে  আছড়ে পড়ে। আজ ও শুনি  ভোরের গল্প ।